ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অন্যরকম

প্রকাশিত: ০৪:২২, ২৩ ডিসেম্বর ২০১৬

অন্যরকম

৭০০ ল্যাপটপ ও কম্পিউটার গায়েব! ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৮ মাসের মধ্যে সাত শতাধিক ল্যাপটপ ও কম্পিউটার হারিয়েছে। প্রেস এ্যাসোসিয়েশন বুধবার এ তথ্য প্রকাশ করেছে। ২০১৫ সালের মে মাস থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৭৫৯টি ল্যাপটপ ও কম্পিউটার হারিয়েছে এবং আরও ৩২টি চুরি হয়েছে। একই সময়ে মন্ত্রণালয়ের ৩২৮টি সিডি, ডিভিডি ও ইউএসবি পোর্ট হারিয়েছে। ব্রিটেনের মিনিস্ট্রি অব ডিফেন্স (এমওডি) বলেছে, তথ্যেও নিরাপত্তা শীর্ষ অগ্রাধিকারের মধ্যে রয়েছে এবং সরঞ্জাম হারানোর সব ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। -এএফপি সাত রঙা সাপ! স¤প্রতি লাওসে পাওয়া গেছে এক নতুন ধরনের ‘গেকো’ বা তক্ষক সাত রঙা সাপের অস্তিত্ব। পরিবেশবিদরা বলেছেন, সাপটির রং রংধনুর মতোই। গত কয়েক বছরে গ্রেটার মেকং অঞ্চলে ১৬৩ রকম বিলুপ্তপ্রায় প্রাণীর নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে আবিষ্কৃত হয়েছে। মেকং নদীর উৎপত্তি তিব্বত অঞ্চলে এবং তার প্রবাহ চীনের হুনান, মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, কাম্বোডিয়া ও ভিয়েতনামের মধ্যে দিয়ে। মেকং নদীর প্রবাহপথজুড়েই রয়েছে অসংখ্য বিপন্ন প্রাণীর অভয়ারণ্য। এই অঞ্চলের বেশ কিছু জায়গাতেই এসব প্রাণী মেরে তা থেকে তৈরি হয় নানাবিধ ওষুধ। -ইয়াহু নিউজ
×