ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবারও প্রতিযোগিতা হবে হ্যান্ড টাইমিংয়ে

জাতীয় এ্যাথলেটিক্স শুরু বৃহস্পতিবার

প্রকাশিত: ০৫:৫৪, ২১ ডিসেম্বর ২০১৬

জাতীয় এ্যাথলেটিক্স শুরু বৃহস্পতিবার

স্পোর্টস রিপোর্টার ॥ ‘জয়যাত্রা ফাউন্ডেশন জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা’র ৪০তম আসর আগামী বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম শুরু হচ্ছে। ওইদিন সকাল ৯টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে ২৪ ডিসেম্বর। উল্লেখ্য, বরাবরের মতো এবারও প্রতিযোগিতা হবে হ্যান্ড টাইমিংয়ে। এই প্রতিযোগিতায় ৬৪ জেলা, ৮ বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি ও সব বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৬০০ পুরুষ ও মহিলা এ্যাথলেট অংশ নেবেন। প্রতিযোগীরা দুই গ্রুপে ৩৬ ইভেন্টে খেলবেন। এরমধ্যে পুরুষদের ২২টি ও মহিলাদের ১৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। নৌবাহিনী চ্যাম্পিয়ন জাতীয় বাস্কেটবলে স্পোর্টস রিপোর্টার ॥ ধানম-ি উডেন ফ্লোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে মঙ্গলবার জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ নৌবাহিনী দল ৭৭-৬৬ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ৩৮-৩১ পয়েন্টে এগিয়েছিল। বিজয়ী দলের শামসুজ্জামান খান সোয়েব সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। বর্ডার গার্ড বাংলাদেশ ৯১-৬৭ পয়েন্টে রাজশাহী জেলা দলকে হারিয়ে তৃতীয় হয়। বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে বিজয়ী এবং বিজিত দলকে পুরস্কৃত করেন। খেলছেন না নেইমার চাপেকোয়েন্স স্মরণে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ স্পোর্টস রিপোর্টার ॥ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সব হারানো ক্লাব চাপেকোয়েন্স ক্লাবের জন্য এগিয়ে এসেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নিহত খেলোয়াড়-কর্মকর্তাদের পরিবারকে সহায়তার জন্য একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের পরিকল্পনা করা হয়েছিল। অবশেষে আগামী ২৫ জানুয়ারি ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কলম্বিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফিফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সঙ্গে আলোচনা করে বিষয়টি নিশ্চিত করেছেন সিবিএফ’র সাধারণ সম্পাদক ওয়াল্টার ফেল্ডম্যান। তবে এ ম্যাচে খেলতে পারছেন না সেলেসাওদের সেরা তারকা নেইমার। ম্যাচটি ফিফার সূচীতে না থাকায় কোচ টিটে তার দলে নেবেন দেশটির ঘরোয়া লীগে খেলা ফুটবলারদের। গত মাসে কলম্বিয়ার ক্লাব এ্যাটলেটিকো ন্যাশিওনালের বিরুদ্ধে কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় ৭১ জন মারা যায়, যাদের মধ্যে ছিল চাপেকোয়েন্সের খেলোয়াড়, স্টাফ ও কর্মকর্তারা। প্রীতি ম্যাচ থেকে পাওয়া অর্থ তাদের পরিবারের সদস্যদের দেয়া হবে।
×