ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিজ ৪-০ করল স্বাগতিকরা, ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা করুণ নায়ার, সিরিজ সেরা অধিনায়ক বিরাট কোহলি

জাদেজার স্পিন ভেল্কিতে ভারতের জয়

প্রকাশিত: ০৫:৫২, ২১ ডিসেম্বর ২০১৬

জাদেজার স্পিন ভেল্কিতে ভারতের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আগের ম্যাচগুলোতে রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে দিশেহারা ইংলিশরা এবার রবীন্দ্র জাদেজার ঘূর্ণিবিষে নীল। এত কাছে এসেও এ্যালিস্টার কুকের দল যে শেষ ম্যাচটা ড্র করতে পারল না তার বড় কারণ শেষদিনে জাদেজার অবিশ্বাস্য বোলিং। ক্যারিয়ার সেরা ৭ উইকেট (ম্যাচে ১০) তুলে নিয়ে চেন্নাই টেস্টে ভারতকে ইনিংস ও ৭৫ রানের নাটকীয় জয় এনে দিলেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার। পুরো ১০ উইকেট নিয়ে শেষ দিনটা কাটিয়ে দিতে পারল না ইংল্যান্ড। দিনের খেলা শেষ হওয়ার ৯ ওভার আগে অলআউট ২০৭ রানে। অথচ প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৪৭৭। প্রথম ইনিংসে বেশি রান করে ইনিংস ব্যবধানে হারের এটাই নতুন রেকর্ড। এ নিয়ে টানা দুই ম্যাচে ৪শ’র ওপরে রান করেও ইনিংস হারের লজ্জায় ডুবল অতিথিরা। ৭ উইকেটে ৭৫৯ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। দুরন্ত ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন করুন নায়ার (৩০৩*)। ১০৯ গড়ে ৬৫৫ রান করে সিরিজ সেরা সুপার কোহলি। পাঁচ টেস্টের সিরিজ আগেই নিশ্চিত হয়েছিল, দারুণ এ জয়ে সেটি ‘৪-০’তে শেষ করল ভারত। শেষ সেশনের আধা ঘণ্টা অতিক্রান্ত, হাতে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ড বাকি সময়টা পার করে দিতে পারল না, এটা বিশ্বাস করা কঠিন। কুকদের আসলে পারতে দিলেন না জাদেজা। যার শুরুটা মঈন আলিকে ফিরিয়ে দিয়ে (৪৪)। ৫ উইকেটে ইংল্যান্ডের রান তখন ১৯২। ড্রর লক্ষ্যে থাকা সফরকারীদের জন্য উইকেট ধরে রাখাটাই মুখ্য। এমন সময় হুড়মুড় করে ভেঙ্গে পড়ল তারা। ১৫ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে ২০৭ রানে অলআউট ইংল্যান্ড। অথচ পঞ্চমদিনের শুরুতে পিচ থেকে বোলাররা একদমই সাহায্য পাচ্ছিলেন না। অশ্বিনের মতো সুপার স্পিনারও উইকেটের জন্য হাপিত্যেশ করছিলেন, সেখানে বাঁহাতি ঘূর্ণিতে ইংলিশ টপঅর্ডারকে একাই ধসিয়ে দিলেন জাদেজা। প্রথম ৬ উইকেটের ৫টিই নিয়েছেন তিনি। আবার উইকেটে থিতু হয়ে যাওয়া জস বাটলার (৬*) যখন বাকিদের নিয়ে দিন শে?ষ করার অপেক্ষায়, তখন ৪ বলের মধ্যে স্টুয়াটং ব্রড (১) ও জ্যাক বলকে (০) তুলে নিয়ে ভারতকে এনে দিয়েছেন টানা চতুর্থ জয়। প্রথম ইনিংসে ৩ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত সেরা ৭/৪৮Ñ প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেটও পেয়েছেন জাদেজা। মঙ্গলবার কোন উইকেট না হারিয়ে ১২ রান নিয়ে পঞ্চম ও শেষদিন শুরু করে ইংল্যান্ড। প্রথম সেশনটা কোন বিপদ ছাড়াই কাটিয়ে দেন কুক (৪৯) ও কিটন জেনিংস (৫৪)। তাদের শতরানের জুটিতে ভাল শুরু পাওয়া অতিথিদের বিপদে ফেলেন ওই জাদেজা। তার ঘূর্ণির কাছে পরাস্ত হয়ে ফেরেন টপঅর্ডারের তিন ব্যাটসম্যান। বাঁহাতি স্পিনারের বলে লেগ সিøপে ক্যাচ দেন অধিনায়ক কুক। অর্ধশতক পাওয়া জেনিংস বিদায় নেন ফিরতি ক্যাচ দিয়ে। দুই অঙ্কে যাওয়ার আগেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন আরেক ভরসা জো রুট (৬)। ১০৩/০ থেকে ইংল্যান্ডের স্কোর তখন ১২৯/৪। মঈন-স্টোকসের (২৩) সাময়িক প্রতিরোধের পর বাকি গল্পটা আবার সেই জাদেজার। এ নিয়ে টানা পাঁচটি সিরিজ জিতল কোহলির ভারত, অপরাজিত থাকল টানা ১৮ টেস্টে। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ৪৭৭/১০ (১৫৭.২ ওভার; কুক ১০, জেনিংস ১, রুট ৮৮, মঈন ১৪৬, বেয়ারস্টো ৪৯, স্টোকস ৬, বাটলার ৫, ডসন ৬৬*, রশিদ ৬০, ব্রড ১৯, বল ১২; যাদব ২/৭৩, ইশান্ত ২/৪২, জাদেজা ৩/১০৬, অশ্বিন ১/১৫১, মিশ্র ১/৮৭, নায়ার ০/৪) ও ২য় ইনিংস ১২/০ (৫ ওভার; কুক ৩*, জেনিংস ৯*; শর্মা ০/২, অশ্বিন ০/৭, জাদেজা ০/৩) ও দ্বিতীয় ইনিংস ২০৭/১০ (৮৮ ওভার; কুক ৪৯, জেনিংস ৫৪, রুট ৬, মইন ৪৪, বেয়ারস্টো ১, স্টোকস ২৩, বাটলার ৬*, ডসন ০, রশিদ ২, ব্রড ১, বল ০; শর্মা ১/১৭, অশ্বিন ০/৫৬, জাদেজা ৭/৪৮, যাদব ১/৩৬, মিশ্র ১/৩০)। ভারত ১ম ইনিংস ৭৫৯/৭ ডিক্লেঃ (১৯০.৪ ওভার; রাহুল ১৯৯, প্যাটেল ৭১, পুজারা ১৬, কোহলি ১৫, নায়ার ৩০৩*, বিজয় ২৯, অশ্বিন ৬৭, জাদেজা ৫১, যাদব ১*; ব্রড ২/৮০, বল ০/৯৩, মঈন ১/১৯০, স্টোকস ১/৭৬, রশিদ ১/১৫৩, ডসন ২/১২৯, রুট ০/১২)। ফল ॥ ভারত ইনিংস ও ৭৫ রানে জয়ী। ম্যাচসেরা ॥ নায়ার (ভারত)। সিরিজ ॥ পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে জয়ী ভারত। সিরিজসেরা ॥ কোহলি (ভারত)।
×