ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বুলবুলের চোখে নিউজিল্যান্ড সফর

প্রকাশিত: ০৫:৫১, ২১ ডিসেম্বর ২০১৬

বুলবুলের চোখে নিউজিল্যান্ড সফর

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে দুর্দান্ত মৌসুম কাটানোর পর টাইগারদের সামনে এবার বিদেশ-চ্যালেঞ্জ। যেটি শুরু হচ্ছে চলমান নিউজিল্যান্ড সফর দিয়ে। বৃহস্পতিবার স্বাগতিক একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। ক্রাইস্টচার্চে ২৬ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানেড দিয়ে শুরু মাঠের লড়াই। আছে সমান সংখ্যক টি২০ ও দুটি টেস্ট। দ্রুতগতির বাউন্সি পিচে কিউই কন্ডিশনটাই সফরকারীদের জন্য বড় পরীক্ষা। কেমন করবে মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহীমের দল? অধীর অপেক্ষায় অগণিত ক্রিকেট পাগল মানুষ। সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলামের মতে, কন্ডিশন অবশ্যই চ্যালেঞ্জ, তবে ব্যাট-বলের লড়াইয়ে ওয়ানডে-টি২০র তুলনায় সাদা পোশাকের দ্বৈরথটা হবে অগ্নিপরীক্ষা। কারণ টাইগাররা এখন রঙিন পোশাকের সংক্ষিপ্ত ফরমেটে যে কোন পরিস্থিতি জয় করতে সক্ষম। গত বিশ্বকাপেও সেটি দেখা গেছে। বুলবুল বলেন, ‘গত দেড় বছর আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। বিশেষ করে সংক্ষিপ্ত ফরমেটে। ক্রিকেটাররা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। আর সফরটাও আমরা পছন্দের ওয়ানডে দিয়ে শুরু করতে পারছি। তবে নিউজিল্যান্ড কিন্তু টেস্টের সঙ্গে এই পিচের সামঞ্জস্য রাখবে না। আমার মনে হয়, সেটিই হবে বড় চ্যালেঞ্জ।’ ব্যাখ্যার অবতারণা করে তিনি আরও যোগ করেন, ‘ওয়েলিংটন বলুন, আর ক্রাইস্টচার্চ, কেবল নেপিয়ার বাদে সব জায়গায় বল মুভ করে। উপমহাদেশের ব্যাটসম্যানদের জন্য যেটা বড় সমস্যা। কদিন আগে পাকিস্তানও নাস্তানাবুদ হয়েছে। নিউজিল্যান্ডের উইকেটে সুইংয়ের সঙ্গে বাউন্সও থাকবে। আর আবহাওয়া যদি খারাপ থাকে, তাহলে তো কথাই নেই। ওরা ঘরের মাটিতে ওইরকম কন্ডিশনে খেলে অভ্যস্ত। আমাদের ব্যাটসম্যানদের জন্য যা কঠিন চ্যালেঞ্জ। এক্ষেত্রে তুলে মারা বা হিট করা নয়, ম্যাচে আমরা কতটা বল ছেড়ে দিতে পারি সেটাই হবে গুরুত্বপূর্ণ। কারণ টেস্টে বল ছাড়তে জানাটাও বড় কৌশল।’ বর্তমানে আইসিসির এশিয়ান ক্রিকেটের ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করা বুলবুল বাংলাদেশের প্রথম টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েন। ঢাকায় ভারতের বিপক্ষে সেই ম্যাচে খেলেন ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস। যার ওপর ভর করে ঐতিহাসিক টেস্টের প্রথম ইনিংসেই ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছিল নাইমুর রহমান দুর্জয়ের দল। বুলবুল বর্তমানে কাজ করছেন অস্ট্রেলিয়ায়। ঢাকায় ছুটি কাটাতে এসে টাইগারদের নিউজিল্যান্ড সফর নিয়ে নানান কথা বলেছেন তিনি। সম্প্রতি ইংল্যান্ডকে হারালেও বাংলাদেশ এখনও টেস্টে অপরিণত বলেই মনে করেন বুলবুল, ‘এর বড় কারণ বেশি বেশি ওয়ানডে ও টি২০ খেলা। টি২০তে আমরা সাধারণত প্রত্যেকটা বল মেরে খেলি। কিন্তু টেস্টে অনেক সময় বল ছেড়ে দেয়াটাও কৃতিত্বের। তবে ধীরে ধীরে হয়ে যাবে। কারণ দলে এখন অনেক ক্রিকেটার আছে যারা ১-২শ ওয়ানডে এবং ৫০-৬০টি করে টেস্ট খেলে ফেলেছে। ওদের সেই অভিজ্ঞতা আছে।’ নিউজিল্যান্ড যাওয়ার পথে অস্ট্রেলিয়ার সিডনিতে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ। খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচ। বুলবুল বলেন, ‘প্রকৃতপক্ষে আমি প্রস্তুতিটাকে অত ভাল বলব না। কারণ আমরা ওখানে (নিউজিল্যান্ডে) যে কন্ডিশনে খেলতে যাচ্ছি সেই কন্ডিশনের সঙ্গে এই (অস্ট্রেলিয়ার) কন্ডিশনের খুব একটা মিল নেই। তবে উদ্যোগটা ভাল। একটা সংক্ষিপ্ত ক্যাম্প করেছি। সঙ্গে দুটি প্রস্তুতিমূলক টি২০ ম্যাচ।’
×