ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম ওয়ানডেতেই খেলবেন কাটার মাস্টার, নতুন মুখ তানভীর, শুভাশিষ ও মিরাজ

অবশেষে খেলায় ফিরছেন মুস্তাফিজ

প্রকাশিত: ০৫:৫০, ২১ ডিসেম্বর ২০১৬

অবশেষে খেলায় ফিরছেন মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের তরুণ বাঁহাতি উদীয়মান পেস বিস্ময় মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ায় দশদিনের কন্ডিশনিং ক্যাম্পের সময় দুটি প্রস্ততি ম্যাচে না খেললেও বৃহস্পতিবার নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে নামছেন তিনি মাঠে। প্রস্তুতি ম্যাচ ও প্রথম ওয়ানডের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন ‘কাটার মাস্টার’ খ্যাতি পাওয়া মুস্তাফিজ। এছাড়া দলে নতুন মুখ হিসেবে ঠাঁই করে নিয়েছেন ইতোমধ্যেই টেস্ট অভিষেক হওয়া অফস্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, পেসার শুভাশীষ রায় ও লেগস্পিন অলরাউন্ডার তানভীর হায়দার। টি২০ বিশ্বকাপে ২৬ মার্চ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ‘কাটার মাস্টার’ খ্যাতি পাওয়া বিস্ময় বালক মুস্তাফিজ। সর্বশেষ ২২ জুলাই ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স শার্কসের হয়ে কোন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন মুস্তাফিজ। ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে সারে লায়ন্সের বিরুদ্ধে ওই একটি ম্যাচই খেলা হয়েছে তার। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দুর্ধর্ষ বোলিং করে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেন তিনি। ওই সময়ই ইনজুরিটা ধরা পড়েছিল। তাই একেবারে শেষ মুহূর্তে মুস্তাফিজ কাউন্টি খেলতে গিয়েছিলেন। কিন্তু সেটাই যেন কাল হয়েই গিয়েছিল। আবার কাঁধের ইনজুরি ও অস্ত্রোপচার করানোর পর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার প্রাথমিক দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যান পরিপূর্ণ ফিটনেস অর্জন করেই। প্রায় ৯০ ভাগ সামর্থ্য নিয়ে বোলিং করতে পারছেন এমনটাই জানিয়েছিলেন বিসিবির চিকিৎসক ও ফিজিওরা। এ কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ২২ জনের প্রাথমিক দলে ঠাঁই করে নেন তিনি। তবে অস্ট্রেলিয়ার দুই সেরা টি২০ দল সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডারের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু এ দুটি প্রস্তুতি ম্যাচেই খেলেননি মুস্তাফিজ। পুরনো ছন্দে ফিরে আবার খেলায় ফেরা নিয়ে সংশয়টা তাই ছিলই। সেই সংশয় কেটে গেল প্রস্তুতি ম্যাচ ও প্রথম ওয়ানডের জন্য ঘোষিত দলে তার নাম থাকায়। ফিরছেন মুস্তাফিজ। আর প্রস্তুতি ম্যাচেও খেলবেন এমনটা নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিজেই। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট আছেÑ নেটে সে ভালই বোলিং করেছে। লম্বা কিছু থ্রো করেছে। ওর যে ফিটনেস তাতে করে কালকের (বৃহস্পতিবার) প্রস্তুতি ম্যাচটি সে খেলবে।’ আগেভাগেই এই ‘কাটার মাস্টার’ খ্যাতি পাওয়া বাঁহাতি পেস বিস্ময়কে নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এবার ভারতের মাটিতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে মুস্তাফিজের ভয়ানক বোলিংয়ে তছনছ হয়ে গিয়েছিল কিউইরা। একাই ৫ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন তিনি নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। এবার কিউই পেসবান্ধব উইকেটে তাই তাকে নিয়েই যত বিশ্লেষণে ব্যস্ত প্রতিপক্ষরা। প্রস্তুতি ম্যাচে মুস্তাফিজের পারফর্মেন্স ও পরিস্থিতি দেখেই ওয়ানডে খেলানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এমনটাই জানিয়েছেন নান্নু। তিনি বলেন, ‘অস্ত্রোপচারের পর সে অনেকদিন ম্যাচ খেলেনি। দীর্ঘ পুনর্বাসন শেষে ফিটনেস ফিরে পেয়েছে। কালকের (বৃহস্পতিবার) ম্যাচটা ওর জন্য খুবই জরুরী। তাতে ওর অবস্থাটা ভালভাবে বোঝা যাবে। সে যদি তিনটা স্পেলে ৭-৮ ওভার বোলিং করতে পারে আমরা তাকে ওয়ানডে সিরিজে রাখব।’ তবে ঘোষিত প্রথম ওয়ানডে দলেই নাম আছে বাঁহাতি মুস্তাফিজের। ইংল্যান্ড সিরিজে বাদ পড়ার পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন। আর ওয়ানডে দলে একেবারেই নতুন মুখ তিনটি। ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট বিজয়ের নায়ক ও বেশকিছু বিশ্বরেকর্ডের জন্ম দেয়া তরুণ অফস্পিন অলরাউন্ডার মিরাজ ওয়ানডে দলেও সুযোগ করে নিয়েছেন প্রথমবারের মতো। তিনি দুই টেস্টে ১৮ উইকেট শিকার করেছিলেন। মিরাজের বিষয়ে নান্নু বলেন, ‘সে এখন পর্যন্ত ওয়ানডে খেলেনি। কিন্তু অবশ্যই কার্যকর একজন স্বল্প পরিসরের অলরাউন্ডার হয়ে উঠতে পারেন তিনি। আমরা মনে করি সে ভবিষ্যতে বাংলাদেশ দলকে সব ফরমেটেই প্রতিনিধিত্ব করার সামর্থ্য রাখে।’ এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বল হাতে দারুণ চমক দেখান লেগস্পিনার তানভীরও আছেন দলে। ২৫ বছর বয়সী রংপুরের এ তরুণ ক্রিকেটারও ছিলেন ইনজুরিতে। আরেক পেসার শুভাশীষ সুযোগ করে নিয়েছেন প্রথমবারের মতো। ২৮ বছর বয়সী এ ডানহাতি পেসার সম্পর্কে নান্নু বলেন, ‘শুভাশীষ নজর কেড়েছে। সে ভাল বাউন্স ও বল সুইং করাতে সক্ষম। নিউজিল্যান্ডের কন্ডিশনে আমরা তাকে বেশ কার্যকর হবে বলেই মনে করছি।’ প্রস্তুতি ও প্রথম ওয়ানডের দল ॥ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শুভাশীষ রায় ও তানভীর হায়দার।
×