ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তুরস্কে এবার মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি

প্রকাশিত: ০৫:১৬, ২১ ডিসেম্বর ২০১৬

তুরস্কে এবার মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি

তুরস্কের রাজধানী আঙ্কারায় মঙ্গলবার সকালে মার্কিন দূতাবাসের সামনে একব্যক্তি গুলি চালিয়েছে। রাশিয়ার দূতাবাসের ঠিক উল্টোপাশেই মার্কিন দূতাবাস। খবর ওয়েবসাইটের। ছবি প্রদর্শনীর উদ্বোধনের সময় সোমবার তুরস্কের এক পুলিশকর্মীর গুলিতে নিহত হন রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভ। নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে মারা যায় ওই হত্যাকারী। এর কয়েক ঘণ্টার মধ্যেই ফের গুলির ঘটনা ঘটে আঙ্কারায়। মার্কিন দূতাবাসের গেটে স্থানীয় সময় রাত ৩টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, একব্যক্তি আঙ্কারার মার্কিন দূতাবাসের প্রধান গেটে গিয়ে বন্দুক বের করে গুলি চালায়। এই ঘটনার পর দূতাবাসসহ ইস্তানবুল ও আদানার মার্কিন কনস্যুলেটের স্বাভাবিক কার্যক্রম মঙ্গলবার বন্ধ থাকবে। তুরস্কের সরকারী সংবাদ সংস্থা জানিয়েছে, এদিন সকালে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মার্কিন দূতাবাস চত্বরে ঢুকে পড়ে একব্যক্তি। আচমকা কোটের আড়াল থেকে শটগান বের করে সে শূন্যে গুলি ছুড়তে শুরু করে। কেউ হতাহত হওয়ার আগেই তাকে ধরে ফেলেন দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা। পোকেমন গো এবার ঘড়িতে এ্যাপল ওয়াচে পোকেমন গো গেমটি খেলার ফিচার যুক্ত হতে যাচ্ছে। এ বছরের শুরুতে এ্যাপল ও গেম মেকার সংস্থা নিয়ানটিক এ্যাপল ওয়াচের জন্য পোকেমন গো এ্যাপটির কথা ঘোষণা করেছিল। ইতোমধ্যে প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে নতুন এ্যাপ নিয়ে। এটি বাজারে আসার কথা ঘোষণা দেয়ার আগে গেমটির ডেভেলপিংয়ের কাজ চলছে। - ওয়েবসাইট বিষাক্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন চীনের উত্তরপূর্বাঞ্চীয় বিভিন্ন নগরী বিষাক্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে। ফলে শত শত ফ্লাইট বাতিল, রেল চলাচল, হাইওয়ে ও রাস্তাঘাট বন্ধ রাখা হয়েছে। বায়ু দূষণের কারণে শুক্রবার থেকে প্রায় ২৩টি নগরীতে রেড এ্যালার্ট জারি করা হয়েছে। মঙ্গলবার পঞ্চম দিনের মতো এ সতর্কতা চলছে এবং বুধবার পর্যন্ত এটি অব্যাহত থাকবে। কুয়াশার হাত থেকে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ইতোমধ্যে কয়েকটি উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যেই মঙ্গলবার বেজিংয়ের এক পার্কে মাস্ক পরে ব্যায়াম করছেন এক বৃদ্ধ। -এএফপি
×