ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবারের ‘মিস ওয়ার্ল্ড’ পুয়ের্তো রিকোর স্টেফানি

প্রকাশিত: ০৪:০২, ২০ ডিসেম্বর ২০১৬

এবারের ‘মিস ওয়ার্ল্ড’ পুয়ের্তো রিকোর স্টেফানি

এ বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরা সুন্দরী শ্রেষ্ঠার মুকুট উঠেছে পুয়ের্তো রিকোর স্টেফানি দেল ভালির মাথায়। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে রবিবার প্রতিযোগিতার ৬৬তম আসরের বিজয়ী হিসেবে স্টেফানির নাম ঘোষণা হয়। খেতাব জয়ের পথে স্টেফানি পেছনে ফেলেন ডমিনিকান রিপাবলিক ও ইন্দোনেশিয়ার দুই প্রতিযোগীকে। শীর্ষ পাঁচে আরও ছিলেন ফিলিপিন্সের ক্যাটরিওনা এলিসা গ্রে এবং কেনিয়ার এভিলিন জাম্বি। খবর বিবিসির। অক্সন হিলের এমজিএম ন্যাশনাল হারবারে গত বছরের মিস ওয়ার্ল্ড স্পেনের মিরিয়া লালাগুনা এবারের শ্রেষ্ঠ সুন্দরীর মুকুট স্টেফানির মাথায় পরিয়ে দেন। ১৯৭৫ সালে উইলনেলিয়া মার্সেডের পর পুয়ের্তো রিকো থেকে দ্বিতীয় নারী হিসেবে স্টেফানি ‘মিস ওয়ার্ল্ড’ হলেন। ইংরেজী ছাড়াও স্প্যানিশ ও ফরাসী ভাষায় পারদর্শী ১৯ বছর বয়সী বাদামী চোখের স্টেফানি বিনোদন জগতে ক্যারিয়ার গড়তে আগ্রহী। ক্যারিবীয় ভূমির প্রতিনিধি হয়ে সম্মানজনক এ মুকুট জয় ‘বিরাট দায়িত্ব এনে দিয়েছে’ বলে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানান স্টেফানি। হার্টই বানাবে পেসমেকার আমাদের হার্টেই লুকিয়ে রয়েছে ‘পেসমেকার কোষ’। এই কোষগুলোকে একটু বেশি সক্রিয় করতে পারলেই রোগীর হার্ট সচল থাকবে আজীবন। সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভারতীয় বায়োটেকনোলজিস্ট বসন্ত বেদান্তম তার গবেষণায় জানান, বায়োলজিক্যাল পেসমেকারই একদিন হয়ে ওঠবে অনিবার্য। তার গবেষণাটি বিজ্ঞান বিষয়ক জার্নাল ট্রেন্ডস ইন মলিকিউলার মেডিসিনে প্রকাশিত হয়। -ওয়েবসাইট কৃত্রিম স্ত্রী জাপানে একাকিত্বে ভোগা পুরুষদের জন্য ভার্চুয়াল ওয়াইফ বা ডিজিটাল প্রযুক্তি দিয়ে তৈরি কৃত্রিম স্ত্রী তৈরি করেছে একটি প্রতিষ্ঠান। তাকে দেখা যাবে হলোগ্রাফিক পর্দায়, সে স্বামীকে টেক্সট মেসেজও পাঠাবে। এই অভিনব স্ত্রী তৈরি করেছে ভিনক্লু নামে একটি কোম্পানি। তাদের মূল লক্ষ্য জাপানী অবিবাহিত তরুণরা। তাদের মধ্যে বিচ্ছিন্নতা এবং একাকিত্ব একটি বড় সমস্যা বলে মানা হয়। এই ভার্চুয়াল স্ত্রীর নাম হচ্ছে হিকারি। সে স্বামীকে ঘুম থেকে জাগাবে, গুড মর্নিং বলবে। এটি একাকিত্ব ও বিষন্নতা কাটাতে সহায়ক হবে। -বিবিসি
×