ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুজব উড়িয়ে দিলেন গার্ডিওলা

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ ডিসেম্বর ২০১৬

গুজব উড়িয়ে দিলেন গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুইবার দক্ষিণ আমেরিকার বড় ফুটবল আসর কোপা আমেরিকার শিরোপা জয় করেছে চিলি। লাতিন আমেরিকার বিশ্বকাপ খ্যাত এ ফুটবল আসরে দেশটির হয়ে দুইবার দারুণ যোগ্যতা দেখিয়ে চ্যাম্পিয়নশিপসের স্বাদ পেয়েছেন গোলরক্ষক ক্লডিও ব্রাভো। চিলির হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন এ গোলরক্ষক ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন। তবে অচিরেই ম্যানসিটি ছেড়ে স্পেনের কোন ক্লাবে যেতে পারেন ব্রাভো এমন গুঞ্জন বেশ জোরেশোরেই বাতাতে ভেসে বেড়াচ্ছে। সেই গুজব উড়িয়ে দিয়ে দলের কোচ পেপ গার্ডিওলা জানালেন, এ ধরনের কোন সম্ভাবনাই নেই। গার্ডিওলা বিশ্বাস করেন ব্রাভো বেশ সুখেই আছেন ম্যানচেস্টার সিটিতে। এ বছর আগস্টেই স্পেন ছেড়ে ইংল্যান্ডে এসেছেন ৩৩ বছর বয়সী চিলি গোলরক্ষক ব্রাভো। তিনি স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা থেকে ১৭ মিলিয়ন ইউরোতে ম্যানসিটিতে যোগ দেন। মূলত ইংল্যান্ডের অন্যতম সেরা গোলরক্ষক জো হার্টের বিকল্প অনেকদিন ধরেই চাইছিলেন গার্ডিওলা তার দলে। ব্রাভোকে প্রথম পছন্দ হিসেবেই তিনি দলে অন্তর্ভুক্ত করেছেন। কারণ, সাম্প্রতিক সময়ে হার্টের ওপর আস্থা কিছুটা হলেও কমেছে তার। তবে ম্যানসিটিতে ক্যারিয়ারের শুরুটা তেমন মসৃণ হয়নি ব্রাভোর। গত অক্টোবরে চ্যাম্পিয়ন্স লীগে লালকার্ডও দেখেছেন ক্যাম্প ন্যু-তে। সবমিলিয়ে ১৪ ম্যাচে মাত্র দুটি খেলায় কোন গোল হজম করেননি, বাকিগুলোতে অরক্ষিত থাকেনি তার গোলপোস্ট। আর এ কারণেই যেন কিছুটা অস্বস্তিতে আছেন ব্রাভো। বেশকিছু গণমাধ্যম সম্প্রতিই তাদের প্রতিবেদনে দাবি করে চিলিয়ান এ গোলরক্ষক সতীর্থদের অনেকের কাছেই জানিয়েছেন তিনি আবারও বার্সায় ফিরতে চান। এমনকি সেটা যদি মার্ক আন্দ্রে টার স্টেগানের ব্যাকআপ হিসেবেও হয় তবু! বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার শুরু হয়ে যায়। এর মধ্যেই মুখ খুললেন ম্যানসিটির কোচ গার্ডিওলা। তিনি বলেন, ‘আমি এসব কিছু পড়িনি। মাঝে মাঝে আমাকে কি ধরনের প্রশ্ন করা হবে সে বিষয়ে আগে থেকেই একটা ব্রিফিং দেন সাইমন (ম্যানসিটি মিডিয়া রিলেশন্স প্রধান)। কিন্তু এ বিষয়ে তিনি কিছু বলেননি। আমি তেমন একটা সংবাদপত্র পড়ি না, এমনকি ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রামে নজর দেই না। গত কয়েকদিন আমি ব্রাভোর সঙ্গে কথা বলেছি। এমনকি তার স্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে। তারা এক বছরের কন্যাসন্তানসহই এখানে অবস্থান করছেন। উভয়ে আমাকে বলেছেন এখানে তারা বেশ সুখেই আছেন।’ চলতি প্রিমিয়ার লীগে টানা ৬ ম্যাচ জিতে উড়ন্ত সূচনা করেছিল ম্যানসিটি। কিন্তু সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছে তারা। বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে আছে দলটি। অবশ্য, বুধবার নিজেদের কিছুটা ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছে ম্যানসিটি, ২-০ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। আজ তৃতীয় স্থানে থাকা আর্সেনালের বিরুদ্ধে কঠিন লড়াই গার্ডিওলার শিষ্যদের। এ ম্যাচে জার্মান মিডফিল্ডার ইলকে গুনডোগানকে ছাড়াই নামতে হবে ম্যানসিটিকে। ২৬ বছর বয়সী এ ফুটবলার বরুসিয়া ডর্টমুন্ড থেকে জুনে এসেছেন ২৩.৮ মিলিয়ন ইউরোতে। বুধবার ওয়াটফোর্ডের বিরুদ্ধে ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েছেন এ মিডফিল্ডার। ইতোমধ্যেই গার্ডিওলা ম্যানসিটিতে এসে বেশ সমালোচনার মুখে পড়েছেন। বস্তুনিষ্ঠ পদক্ষেপের ঘাটতি আছে তার মধ্যে এমন কথাও বলছেন অনেকে। এবার আর্সেনালের বিরুদ্ধে নিজের কাজের যোগ্যতার প্রমাণ দেখানোর চ্যালেঞ্জ তার। ক্রীড়ালেখক সমিতির সভা অনুষ্ঠিত স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির ২০১৬ সালের সাধারণ সভা শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোস্তফা মামুন। সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক রেজওয়ান-উজ-জামান। আর্থিক হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। সাংগঠনিক সম্পাদক সামন আহমেদ তুলে ধরেন শাখা সমিতির অবস্থা। আলোচনা শেষে রিপোর্টসমূহ অনুমোদিত হয়। সমিতির দেড় শতাধিক সদস্য বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ে কুস্তি প্রতিভা অন্বেষণ স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের সহযোগিতায় সাতক্ষীরা ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ১০ দিনব্যাপী তৃর্ণমূল পর্যায়ের কুস্তি প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও পোশাক তুলে দেন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
×