ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রতিপক্ষ বিগব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার, বাংলাদেশের বিপক্ষে খেলবেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান

মাশরাফিদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আজ

প্রকাশিত: ০৫:৫৭, ১৬ ডিসেম্বর ২০১৬

মাশরাফিদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি২০ টুর্নামেন্ট বিগব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন দল সিডনি থান্ডার। আজ এই দলটির বিপক্ষেই টি২০ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এটি মাশরাফিদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। অস্ট্রেলিয়ায় গিয়ে যে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ, ক্যাম্পের শেষ প্রস্তুতি ম্যাচও এটি। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১২টায় সিডনির স্পটলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ ম্যাচটিতে খেলতে নামার আগে বুধবার প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল। সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচটিতে বৃষ্টি আইনে ৭ উইকেটে জিতে বাংলাদেশ। কিন্তু ম্যাচটিতে বৃষ্টি হওয়াতে মনমতো খেলতে পারেননি ব্যাটসম্যানরা। প্রস্তুতিটাও আনন্দদায়ক হয়নি। প্রস্তুতি ম্যাচে জয়ই সব নয়। প্রস্তুতি ঠিকমতো সেরে নেয়াটাই মুখ্য। কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঠিকমত প্রস্তুতি সারতে পারেননি। তাই ম্যাচ শেষে ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কণ্ঠে হতাশাই ঝরেছে। তিনি বলেছেন, ‘ম্যাচটি জিতেছি। তবে বৃষ্টির জন্য প্রস্তুতি ঠিকমতো নেয়া হয়নি। আমরা যে উদ্দেশ্যে ম্যাচ খেলতে নেমেছিলাম, তা সফল হয়নি। আশা করছি, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আবহাওয়া কোন বাধা তৈরি করবে না। ঠিকমতোই প্রস্তুতি সারতে পারব।’ সেই দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি আজই। এ ম্যাচটিতেও বৃষ্টির বাধা পড়ার সম্ভাবনা প্রবল। আবহাওয়ার ওয়েবসাইটগুলো ঘেঁটে যা দেখা যাচ্ছে সিডনিতে আজ প্রবল বৃষ্টি আছে। যদি বৃষ্টি আবারও সমস্যা তৈরি করে তাহলে ম্যাচ প্র্যাকটিস ভালভাবে করে সোমবার নিউজিল্যান্ড যাওয়ার যে আশা তা ভেস্তে যেতে পারে। এ ম্যাচটির জন্য সিডনি থান্ডারের দলও পুরোদমে প্রস্তুত। ২০১৬/১৭ মৌসুমের বিগব্যাশ শুরু হবে ২০ ডিসেম্বর। প্রথমদিনই সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচ রয়েছে সিডনি থান্ডারের। এমন ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে খেলতে পারার সুযোগটি ধরা দিয়েছে। তাতে থান্ডারের ক্রিকেটাররাও রোমাঞ্চিতই হওয়ার কথা। এরই মধ্যে ১৪ সদস্যের দলও ঘোষণা করেছে সিডনি থান্ডার কর্তৃপক্ষ। যে দলে সদ্যই শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করা পেট কামিন্স খেলবেন। এমনকি ম্যাচটিতে খেলবেন ইংল্যান্ডের ওয়ানডে ও টি২০ অধিনায়ক ইয়ন মরগানও। ইংল্যান্ড যখন বাংলাদেশের সিরিজ খেলতে আসল, তখন মরগান আসেননি। নিরাপত্তার অযুহাত দেখিয়ে খেলতে আসেননি। অথচ বাকিরা খেলে গেছেন। কোন সমস্যা হয়নি। সেই মরগান এবার বাংলাদেশ দলের বিপক্ষেই খেলতে নামবেন। তবে অস্ট্রেলিয়ার মাটিতে সিডনি থান্ডারের হয়ে। দলটির নেতৃত্বে শেন ওয়াটসন থাকলেও তিনি ম্যাচটিতে খেলবেন না। তবে ফাওয়াদ আহমেদ, এডেন ব্লিজার্ড, জেক ডোরান, রায়ান গিবসন, ক্রিস গ্রিন, জে লেনটন, কুরতিস পাটেরসন, নাথান ম্যাকএ্যান্ড্রু, আলিস্টার ম্যাকডরমেট, ক্লাইন্ট ম্যাককে, অর্জুন নায়ের ও গুরিন্দার সান্ধু খেলবেন। এই দলটির বিপক্ষে যদি পুরো ম্যাচটা খেলা যায়, তাহলে প্রস্তুতিটা ভালভাবে সারা হবে। কিন্তু বৃষ্টিই ঝামেলা পাকাচ্ছে। যে ঝামেলার জন্য বৃহস্পতিবার অনুশীলনও হয়নি বাংলাদেশ দলের ক্রিকেটারদের। অবশ্য বুধবার ম্যাচ খেলে একদিন বিশ্রামও পেলেন ক্রিকেটাররা। একদিন বিশ্রাম নিয়েই আবার আজ ম্যাচ খেলতে নামবেন মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহরা। প্রথম প্রস্তুতি ম্যাচে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান খেলেননি। আজ সাকিব ও তামিমের খেলার সম্ভাবনা আছে। তবে মুস্তাফিজ নাও খেলতে পারেন। অবশ্য সবাই খেলার জন্য প্রস্তুত বলেই বিসিবি সূত্রে জানা গেছে। নিউজিল্যান্ড সফরের জন্য মোট ২৩ সদস্যের দল গেছে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প করতে। দলে তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশীষ রায়, কামরুল ইসলাম রাব্বি, এবাদত হোসেন, তানভীর হায়দার ও মেহেদী মারুফ আছেন। সবাই খেলার জন্য প্রস্তুত। এখন দেখা যাক দলের তারকা ক্রিকেটাররা এই ম্যাচটিতে খেলেন কিনা। প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহের তত্ত্বাবধানেই বাংলাদেশ দলের ক্যাম্প চলছে। সোমবার অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে যাবে দল। এরআগে সিডনি থান্ডারের মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগটি নিশ্চয়ই সবাই নেবে। নিউজিল্যান্ডে গিয়ে ২৬ ডিসেম্বর থেকে মূল সিরিজে খেলতে নামবে মাশরাফি, মুশফিক, সাকিব, তামিমরা। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে, তিন টি২০ ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। শুরুতে ২৬, ২৯ ও ৩১ ডিসেম্বর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ৩, ৬ ও ৮ জানুয়ারি যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ হবে। সবশেষে ১২ জানুয়ারি প্রথম ও ২০ জানুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। এ সিরিজের আগে অস্ট্রেলিয়ায় আজ শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ দল।
×