ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:৪৯, ১৫ ডিসেম্বর ২০১৬

অ ন্য র ক ম

সান্তাক্লজের কোলে মৃত্যুর ইচ্ছা... যুক্তরাষ্ট্রের টেনিসি এলাকার শিশুদের কাছে সান্তাক্লজ হিসেবে পরিচিত এরিক স্মিত মাতজেন মৃত্যুপথযাত্রী এক শিশুর শেষ ইচ্ছা পূরণ করলেন। জটিল রোগে আক্রান্ত পাঁচ বছরের এক শিশুর সান্তার কোলে মাথা রেখে মারা যাওয়ার ইচ্ছা প্রকাশ করে এক চিঠি লেখেন তাকে। চিঠি পেয়েই উপহার নিয়ে শিশুটির কাছে পৌঁছান এরিক। উপহার পেয়েই সান্তার কোলে মৃত্যু হয় শিশুটির। -সিএনএন বোরকা ছাড়া ছবির জন্য জেল! সৌদি আরবের মালাক আল শহেরি নামের এক নারী বোরকা ছাড়া ছবি তুলে তা টুইটারে পোস্ট করায় পুলিশ তাকে গেফতার করেছে। তার গ্রেফতার প্রসঙ্গে পুলিশ জানায়, তারা শুধুমাত্র তাদের দায়িত্ব পালন করছে। সমাজের কিছু নিয়ম আছে সেই নিয়ম কেউ ভাঙলে তাকে উচিত শিক্ষা দেয়া তাদের কর্তব্য। কেননা সৌদি আরবে নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখার নিয়ম আছে। তিনি সে নিয়ম ভেঙ্গেছেন। -ওয়াশিংটন পোস্ট চীনে কারখানায় আগুনে পাঁচ জনের মৃত্যু চীনের উত্তরাঞ্চলীয় শানডং প্রদেশের একটি কারখানায় মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকা-ে পাঁচ জনের মৃত্যু ও চার জন আহত হয়েছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র। নগরীর প্রচার দফতর জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে হাইয়াং নগরীর একটি ইলেক্ট্রনিক কোম্পানিতে এ অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। রাত ১১টা ৩৩ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
×