ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপ্রতিরোধ্য হসজুর আরেকটি স্বর্ণ

প্রকাশিত: ০৭:০৮, ১২ ডিসেম্বর ২০১৬

অপ্রতিরোধ্য হসজুর আরেকটি স্বর্ণ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপসে একেবারেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন হাঙ্গেরির কাতিঙ্কা হসজু। কানাডার উইন্ডসর পুলে ঝড় তুলেছেন ‘লৌহমানবী’ খ্যাতি পাওয়া এ মহিলা সাঁতারু। টানা ৬ স্বর্ণপদক গলায় ঝুলিয়েছেন তিনি। ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২ সেকেন্ডেরও বেশি সময় এগিয়ে থেকে এ স্বর্ণপদক জেতেন হসজু। ২৭ বছর বয়সী হসজুর জন্য তাই এবারের বিশ্ব শর্টকোর্স সাঁতার চ্যাম্পিয়নশিপস হয়ে উঠেছে সোনায় সোহাগা। অপরদিকে দক্ষিণ আফ্রিকার সাঁতারু চ্যাড লি ক্লস চলতি আসরে নিজের তৃতীয় স্বর্ণপদক জিতেছেন। ১০০ মিটার মিডলে, ৪০০ মিটার মিডলে, ২০০ মিটার বাটারফ্লাই এবং ১০০ ও ২০০ মিটার ব্যাকস্ট্রোকে চলতি আসরে স্বর্ণপদক জয় করেন হসজু। শনিবার রাতে এর সঙ্গে তিনি যোগ করেন আরেকটি স্বর্ণপদক। সবমিলিয়ে ২ মিনিট ২.৯ সেকেন্ড সময় নিয়ে তিনি প্রথম হন। যুক্তরাষ্ট্রের এলা ইস্টিন ২ মিনিট ৫.০২ সেকেন্ড সময় নেন। আরেক মার্কিন সাঁতার কন্যা ম্যাডিসন কক্স ২ মিনিট ৫.৯৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জয় করেন। একইদিনে হসজুর সুযোগ ছিল সপ্তম স্বর্ণপদক জয়ের। কিন্তু ৫০ মিটার ব্যাকস্ট্রোকে তাকে সামান্য ব্যবধানে পেছনে ফেলেন ব্রাজিলের এটিয়েন মেডেইরোস। এ ইভেন্টের মেডেইরোস বিশ্বরেকর্ডধারী হিসেবে অবশ্যই ফেবারিট ছিলেন। ২৫.৮২ সেকেন্ড নিয়ে এদিন স্বর্ণপদক জিতলেন তিনি। আর হসজু রৌপ্য জয় করেন ২৫.৯৯ সেকেন্ড সময় নিয়ে। যুক্তরাষ্ট্রের আলেক্সান্দ্রা মার্গারেট ডি লুফ ২৬.১৪ সেকেন্ড সময় নিয়ে শেষ করে ব্রোঞ্জ জেতেন। হসজুর সাফল্যের দিনে আরেকটি সফলতা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাঁতারু চ্যাড লি ক্লসও। চলতি আসরে নিজের তৃতীয় স্বর্ণপদক জিতেছেন তিনি ৫০ মিটার বাটারফ্লাইয়ে। আগেরদিন ১০০ মিটার বাটারফ্লাইয়ে নিজের পূর্বতন বিশ্বরেকর্ড ভেঙ্গে ফেলা এ ২৪ বছর বয়সী সাঁতারু যেন এখন আরও উজ্জীবিত হয়ে উঠেছেন। ডারবানের এ সাঁতারু ২১.৯৮ সেকেন্ড সময় নিয়ে শেষ করে প্রথম হন। তার চেয়ে প্রায় আধা সেকেন্ড পিছিয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের টম শিল্ডস। তিনি রৌপ্য জয় করেন ২২.৪০ সেকেন্ড সময় নিয়ে। অস্ট্রেলিয়ার ডেভিড মরগান ব্রোঞ্জ লাভ করেন ২২.৪৭ সেকেন্ড টাইমিংয়ে শেষ করে। তবে এদিন সবচেয়ে বড় অঘটনটা জুটেছে কিশোরী বিস্ময় লিলি কিংয়ের ভাগ্যে। অলিম্পিক চ্যাম্পিয়ন এ কিশোরী ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে হেরে গেছেন। জ্যামাইকার আলিয়া এ্যাটকিনসন চমকে দিয়েছেন সবাইকে। বিশ্বরেকর্ডধারী এ সাঁতারু ১ মিনিট ৩.০৩ সেকেন্ড সময় নিয়ে শেষ করে স্বর্ণপদক লাভ করেন। লিলি ১ মিনিট ০৩.৩৫ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিততে পেরেছেন। পুরুষদের ৪০০ মিটার মিডলেতে জাপানের দাইয়া সেতো স্বর্ণ জিতে এ ইভেন্টে বিশ্ব সাঁতারে হ্যাটট্রিক পূর্ণ করেছেন।
×