ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ১০

প্রকাশিত: ০৬:৫৫, ১২ ডিসেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায়  সেনা সদস্যসহ  নিহত ১০

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় নাটোরে সেনা সদস্য, বাগেরহাটে তিন, জয়পুরহাট, কক্সবাজারে ৪ জন ও সাভারে একজন করে মোট দশজন নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নাটোর ॥ বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় কর্পোরাল জিয়াউর রহমান নামে এক সেনা সদস্য নিহত ও অপর দুজন আহত হয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান ময়মনসিংহ জেলার বাসিন্দা। আহত দুইজন হচ্ছেন সৈনিক প্রশান্ত কুমার এবং দাউদ আহম্মেদ। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শীতকালীন সামরিক প্রশিক্ষণের জন্য সকালে বগুড়া সেনানিবাস থেকে সিগন্যাল কোরের সদস্যরা পিকআপযোগে পাবনার পাকশির দিকে যাচ্ছিল। পথে চাকা পাংচার হয়ে পিকআপটি উল্টে যায়। এতে ৩ সেনা সদস্য আহত হন। বাগেরহাট ॥ আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। রবিবার দুপুরে খুলনা থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের মাদ্রাসাঘাট এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালক যাত্রীসহ তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা চিত্তরঞ্জন রায়কে মৃত ঘোষণা করেন। অপর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে ফকিরহাট উপজেলার আট্রাকি গ্রামের নজরুল শেখের ছেলে ইমরান শেখ (২২) নিহত হন। অন্যদিকে রবিবার মোরেলগঞ্জ উপজেলার বৈলতলী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা শরণখোলাগামী হামিম পরিবহনের ছাদ থেকে পড়ে ১৪ বছরের অজ্ঞাত কিশোরের নিহত হয়েছে। জয়পুরহাট ॥ সদর উপজেলার কুজিশহর এলাকায় ট্রাকের ধাক্কায় তৌফিক হোসেন নামে অটোরিক্সার চালক নিহত হয়েছেন। তৌফিক শহরের পাটারপাড়া এলাকার মোজাম উদ্দীনের ছেলে। পুলিশ জানায়, রবিবার দুপুরে সদর উপজেলার কুজিশহর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই অটোরিক্সা চালক নিহত হন। সাভার ॥ আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় যাত্রীবাহী বাসচাপায় হাসনা (২৪) নামের এক নারী পোশাক শ্রমিক নিহত ও আহত হয়েছে তিনজন। রবিবার সকাল সাড়ে ৭টায় দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বারইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসনা টাঙ্গাইল জেলার বাসিন্দা ও বাড়ইপাড়া এলাকার তানজিন নামের একটি পোশাক কারখানায় কাজ করত। কক্সবাজার ॥ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রাম জোয়ারিয়ানালা পানিরছড়ায় এলাকায় ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ২৫ জন। দুর্ঘটনাকবলিত গাড়ির বডি কেটে জীবিত উদ্ধার করা হয়েছে ৬ জনকে। রবিবার দুপুর দেড়টায় পানিরছড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভৈরবের বাসিন্দা কাশেম (৪২), চকরিয়া পূর্বভেওলার মৃত কবির আহামদের স্ত্রী নূরুন্নাহার (৪০), পেকুয়া টেটং এলাকার শফিকের স্ত্রী রাজিয়া সুলতানা (২২) ও কুতুবদিয়ার লেমশিখালীর মৃত এবাদুল্লাহর ছেলে ফারুক (২০)। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
×