ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার ও ডি ভিলিয়ার্স

ওয়ানডের তিন সুপার হিরো

প্রকাশিত: ০৫:৫৯, ১১ ডিসেম্বর ২০১৬

ওয়ানডের তিন সুপার হিরো

স্পোর্টস রিপোর্টার ॥ স্টিভেন স্মিথ, জো রুট, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স না কেন উইলিয়ামসন- কে সময়ের সেরা ব্যাটস্যান? টেস্ট, ওয়ানডে, টি২০ তিন ভার্সনেই দুর্বার সবাই। দরজায় কড়া নাড়ছে নতুন বছর ২০১৭। বিদায়ের পথে থাকা ২০১৬ সালে ব্যাটসম্যানদের মধ্যে ছিল অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। তবে শেষদিকে এসে বিশেষ করে ওয়ানডেতে কোহলি, ওয়ার্নার ও ডি ভিলিয়ার্সের মধ্যে লড়াইটা দারুণভাবে জমে উঠেছে। তিনজনই অবিশ্বাস্য ফর্মে। ঘরের মাটিতে নিউজিল্যান্ড সিরিজে রানের বন্যা বইয়ে দিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন ওয়ার্নার। ইনজুরি-ছন্দপতন সত্ত্বেও শীর্ষে দক্ষিণ আফ্রিকান উইলোবাজ এবি ডি ভিলিয়ার্স। তিন ফরমেটে অতিমানবীয় ব্যাটিং উপহার দেয়া কোহলি দ্বিতীয় স্থানে। আগামী কয়েক মাসের মধ্যে ভিন্ন সিরিজে মাঠে থাকবে ভারত, অস্ট্রেলিয়া ও দ. আফ্রিকা। সুতরাং তিন সুপার হিরোর ব্যক্তিগত লড়াইটাও জমে উঠবে। ওয়েস্ট ইন্ডিজে গত জুন-জুলাইয়ে অস্ট্রেলিয়াকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের পর থেকেই মাঠের বাইরে ডি ভিলিয়ার্স। অক্টোবরে ঘরের মাটিতে অসিদের ৫-০’র লজ্জায় ডুবিয়েছে প্রোটিয়ারা। সেখানে একটি ম্যাচও খেলতে পারেননি। আগের উত্তুঙ্গ পারফর্মেন্সের কারণে তবু ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এবির রেটিং পয়েন্ট ৮৬১। দ্বিতীয় স্থানে থাকা কোহলির ৮৪৮। তিনে উঠে আসা ওয়ার্নারের পয়েন্ট ৭৮৬। অসি ওপেনার সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ ২৯৯ রান করেছেন। সেঞ্চুরি ২টি। দলকে ৩-০ ব্যবধানে সিরিজ জেতাতে মুখ্য ভূমিকা রাখা তুখোড় উইলোবাজ নিজের রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছেন। ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট ধরে রেখেছেন তিনি। কোহলির সঙ্গে ব্যবধানও অনেক কমিয়ে এনেছেন। এদিকে এক নম্বরে থাকা ডি ভিলিয়ার্স থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে রয়েছেন কোহলি। নতুন বছরের শুরু থেকেই এই তিন বিশ্বসেরা ব্যাটসম্যানের নীরব লড়াইটা আবারও জমে উঠবে। আগামী ১৫ জানুয়ারি থেকে ঘরের মাটিতে ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে খেলবে ভারত। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নিজেকে এগিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন কোহলি। আর পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবেন ওয়ার্নার। ১৩ থেকে ২৬ জানুয়ারি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। নিজেকে এগিয়ে রাখার সুযোগ থাকছে বর্তমানে এক নম্বর জায়গা দখল করে থাকা ডি ভিলিয়ার্সেরও। ২৮ জানুয়ারি থেকে ১০ ফেব্রয়ারি পাঁচ ওয়ানডের সিরিজ খেলার সুযোগ পাচ্ছেন এই প্রোটিয়া তারকা। অতিথি শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠেই খেলতে নামবেন সুস্থ হয়ে ওঠা এবি। ৭ সেঞ্চুরি ও ৪ হাফ সেঞ্চুরির সাহায্যে ৬৩ গড়ে এ বছর (২০১৬) ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ ১৩৮৮ রান ওয়ার্নারের। পঞ্চাশ ওভারের ক্রিকেটে এ বছর ৩টির বেশি সেঞ্চুরি নেই আর কারও। হাজারের ওপরে রান কেবল স্টিভেন স্মিথের (১১৫৪)। ৩টি করে সেঞ্চুরি স্মিথ, কুইন্টন ডি’কক, এ্যালেক্স হেলস, বিরাট কোহলি ও বাবর আজমের। ওয়ার্নার ম্যাচ খেলেছেন ২৩টি। সেখানে চলতি বছর ১৫ ওয়ানডেতেই কোহলির রান ৭৩৯। সেঞ্চুরি ৩ ও হাফ সেঞ্চুরি ৪টি করে। লড়াইয়ে অবতীর্ণ হওয়া তিন তারকার মধ্যে সর্বোচ্চ ৯২.৩৭ গড় তারই। ১১ ম্যাচে ডি ভিলিয়ার্সের রান ৩৩৯।
×