ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্প দায়িত্ব নেয়ার আগে চুক্তি স্বাক্ষর করতে চায় কিউবা

প্রকাশিত: ০৩:৫১, ১১ ডিসেম্বর ২০১৬

ট্রাম্প দায়িত্ব নেয়ার আগে চুক্তি স্বাক্ষর করতে চায় কিউবা

কিউবা বুধবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তত আধাডজন চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা ব্যক্ত করেছে। কারণ, সাবেক স্নায়ুযুদ্ধকালীন এ দুই বৈরী দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রয়াস ভিন্ন দিকে প্রবাহিত করার হুমকি দিয়েছেন ট্রাম্প। খবর ইয়াহু নিউজের। প্রেসিডেন্ট বারাক ওবামার অবশিষ্ট কয়েক সপ্তাহের দায়িত্বকালে আরও কী কী সম্পন্ন করা যায় তা নিয়ে হাভানায় আলোচনা করেছেন কিউবা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তারা আরও উচ্চপর্যায়ের সফর ও বাস্তবসম্মত বৈঠক অনুষ্ঠানে সম্মত হয়েছেন। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র বিষয়ক পরিচালক হোসেফিনা ভাইদাল ফেরেইরো এক সংবাদ সম্মেলনে বলেন, এ মুহূর্তে আমরা আরও ১২টি চুক্তি নিয়ে আলোচনা করছি। আমাদের লক্ষ্য এগুলোর বেশিরভাগ স্বাক্ষর করা। তিনি বলেন, চুক্তিগুলো হবে ভূকম্পনবিদ্যা ও আবহাওয়া বিজ্ঞানের মতো বিভিন্ন বিষয় সংক্রান্ত। তিনি বলেন, কিউবা ও যুক্তরাষ্ট্র কয়েক দশকের বৈরিতা অবসানে সম্পর্ক স্বাভাবিকীকরণে সম্মত হওয়ার পর গত দুই বছরে এক ডজন চুক্তি স্বাক্ষর করেছে। তারা দূতাবাস খুলেছে। পেঙ্গুইন সান্তা! জাপানের মাতসু শহরের ভোগের পার্কে বড়দিনের চমক হিসেবে ছয়টি পেঙ্গুইন সান্তা ঘুরে বেড়াচ্ছে। হাঁটছে, মাঝে মাঝে ডানা ঝাপটিয়ে সমবেত জনতার অভিবাদন গ্রহণ, প্যারেড করছে তারা। সান্তার লাল-সাদা ফারের পোশাক গায়ে, তবে মাথায় টুপি নেই। শোভাযাত্রার একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। -সান আইস হোটেল চালু... মেরু বলয় বা আর্কটিক সার্কেল এলাকা সুইডেনের উত্তরাঞ্চলে চালু হলো বরফের তৈরি হোটেল। পুরো হোটেলটিই বরফে ঢাকা। খাওয়া, ঘুম সবই বরফের মধ্যে। সারাবছর হোটেলটি খোলা থাকবে। নাম আইস হোটেল ৩৬৫। হোটেলটির বরফের গাঁথুনি মেরু অঞ্চলের ইগলু বাড়ির মতো। সৌরচালিত কুলিং প্রযুক্তির জন্য গরমের সময় বরফ তৈরি হবে। হোটেলের ভেতরে রয়েছে- বার, আর্ট গ্যালারি, ১০টি বিলাসবহুল স্যুট। হোটেলের সামনে দাঁড়িয়ে মধ্যরাতের সূর্য দেখা যাবে। ওজন পাঁচ হাজার টন। -সিএনএন
×