ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্বাচনী ফল প্রত্যাখান

প্রকাশিত: ২০:২৮, ১০ ডিসেম্বর ২০১৬

গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্বাচনী ফল প্রত্যাখান

অনলাইন ডেস্ক ॥ সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়ে নির্বাচনী ফল প্রত্যাখান করেছেন পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামে। নির্বাচনের ফল ঘোষণার এক সপ্তাহ পরে তিনি এ প্রত্যাখানের ঘোষণা দেন। প্রেসিডেন্ট নির্বাচনে অস্বাভাবিকতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে ফের নির্বাচনে অনুষ্ঠানেরও দাবি জানান ইয়াহিয়া জামে। মূলত তিনি নির্বাচনে কারচুপির বিষয়টিকেই ইঙ্গিত করেছেন। আজ শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ইয়াহিয়াকে পরাজিত করে অ্যাডামা ব্যারো নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ২২ বছর পর ক্ষমতা হারিয়েছেন ইয়াহিয়া জামে। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত জাম্বিয়ার ভোটে অ্যাডামা ব্যারো ২ লাখ ৬৩ হাজার ৫১৫ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর ইয়াহিয়া পেয়েছেন ২ লাখ ১২ হাজার ভোট। ইয়াহিয়া জামে ১৯৯৪ সালে ২৯ বছর বয়সে সেনা কর্মকর্তা থাকাকালে সেনা অভ্যুত্থান ঘটিয়ে দেশটির প্রেসিডেন্টের ক্ষমতায় আসীন হয়েছিলেন।
×