ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সামিদের উদ্যাপনে ‘সেলফি’ স্টাইল!

প্রকাশিত: ০৬:৩২, ৮ ডিসেম্বর ২০১৬

সামিদের উদ্যাপনে ‘সেলফি’ স্টাইল!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট মাঠে অভিনব সব উদযাপনের জন্য বিশেষভাবেই নজর কাড়েন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইলদের ‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’ নাচ তো এখন বিখ্যাতই হয়ে গেছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (বিপিএল) ক্যারিবিয়ানরা তাদের আমুদে স্বভাবের পরিচয় দিচ্ছেন। এলিমিনেটরে চিটাগাং কিংসের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে যেমন নজর কাড়ে ড্যারেন সামি- কেসরিক উইলিয়ামসের উদযাপনের অভিনব ‘সেলফি’ স্টাইল। তামিম ইকবাল, ক্রিস গেইলের মতো ধুরন্ধর ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে রাজশাহী ক্রিকেটারদের এমন ব্যতিক্রম উল্লাসে মাতোয়ারা হতে দেখা যায়। যার পুরোভাগে অধিনায়ক সামি। তিনি পরিণত হন কল্পিত ফটোসাংবাদিকে। ছবি তোলার ভঙ্গি করছিলেন পেশাদার সাংবাদিকদের মতো। ছিল না কোন ক্যামেরা, কিন্তু তাদের সেলফি তোলার অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। সাদামাটা দলটিকে এক ছাতার নিচে এনে দারুণ সফল্যে অধিনায়ক সামির ভূমিকা প্রশংসার দাবি রাখে। ‘আমাদের ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে দেখবেন আমরা সবসময় আমাদের ছবি পোস্ট করি। যদি সেখানে ছবি পোস্ট করতে পারি, তাহলে এখানে কেন নয়। ক্রিকেটে আমরা এ উদযাপনটা নিয়ে এসেছি, সেই পরিবেশ তৈরি করেছি। আমরা টুর্নামেন্টের একটা পর্যায়ে পিছিয়ে ছিলাম। সেখান থেকে দলকে এখানে নিয়ে আসতে টিম মানসিকতার উন্নতি দরকার ছিল। একবার ভাবুন, এখানে ছবি তুলতে আমাদের কতটুকু ভাল লাগছে।’ বলেন সামি। গ্র্যান্ডমাস্টার জিয়ার প্রতিপক্ষ পুত্র তাহসিন স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লীগ দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী দাবা দল, লিওনাইন চেস ক্লাব ও তিতাস ক্লাব পূর্ণ ৪ পয়েন্ট পেয়ে তালিকায় শীর্ষে রয়েছেন। এ রাউন্ডের মূল আকর্ষণ ছিল শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিংয়ের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে তার ছেলে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিনের খেলা। তাহসিন ভাল অবস্থান পেলে সবাই কৌতূহলী হন এ খেলায়, তবে সময় সঙ্কট ও জিয়ার আক্রমণের মুখে সাড়ে তিন ঘণ্টা লড়াই করে ৬৮ চালে হেরে যায় তাহসিন।
×