ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলেপ্পোর গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখল করেছে সিরীয় বাহিনী

প্রকাশিত: ০৪:০৭, ৮ ডিসেম্বর ২০১৬

আলেপ্পোর গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখল করেছে সিরীয় বাহিনী

সিরীয় সরকারী সৈন্যরা আলেপ্পোর ঐতিহাসিক ওল্ড সিটি দখল করে নিয়েছে। সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বুধবার বলেছে, রাতে সরকারী সৈন্যদের অগ্রযাত্রার মুখে বিদ্রোহী যোদ্ধারা পিছু হটার পর সিরীয় বাহিনী এ বিজয় অর্জন করে। খবর এএফপির। ব্রিটেনভিত্তিক এ পর্যবেক্ষণ গ্রুপ বলেছে, সেনাবাহিনী পার্শ্ববর্তী বাব আল- হাদিদ ও আকিউল এলাকা দখলের পর বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রণাধীন পুরনো শহরের সর্বশেষ এলাকাগুলো থেকে সরে গেছে। রাশিয়া বুধবার বলেছে, সিরিয়ায় সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত সেনাবাহিনীর এক কর্নেল কয়েকদিন আগে মারা গেছেন। তিনি আলেপ্পোয় বিদ্রোহীদের গোলাবর্ষণে আহত হয়েছিলেন। রুশ সংবাদ সংস্থাগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি উল্লেখ করে জানায়, কর্নেল রুসলেন গালিতস্কি মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তিনি হাসপাতালে মারা যান। অ ন্য র ক ম অবশেষে ভিসা পেলেন এক মিসরীয় নারীকে অবশেষে চিকিৎসার ভিসা দিয়েছে কায়রোর ভারতীয় দূতাবাস। তার ওজন ৫০০ কেজি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের হস্তক্ষেপের পর বুধবার ইমান আহমেদ নামের ওই মিসরীয় নারীকে চিকিৎসার ভিসা দেয়া হয়। ৩৬ বছর বয়সী ইমান মিসরের বন্দর শহর আলেকজান্দ্রিয়ায় থাকেন। চিকিৎসার জন্য ভারতে আসতে আগ্রহী তিনি। কিন্তু প্রথমে তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানানো হয়েছিল। স্বাভাবিক প্রক্রিয়ায় ভিসা না পেয়ে ওই নারী মুম্বাইয়ের এক সার্জনের সাহায্য চান। -পিটিআই রাতের শহর ব্যারো! যুক্তরাষ্ট্রের উত্তরের এলাকা ব্যারো। এটি আলাস্কা অঙ্গরাজ্যের একটি শহর। এখানে বছরের ৬৫ দিন রাতের আঁধারে নিমজ্জিত থাকে। প্রতি শীতে সূর্য এত দক্ষিণে চলে যায় যে সূর্যের আলো দেখা যায় না। শহরটি এস্কিমোদের দেশ হিসেবে পরিচিত। মোট জনসংখ্যার ৬১ শতাংশই এস্কিমো। তবে যেদিন সূর্য ওঠে সেদিন নগরীটি আর ব্যারো নামে পরিচিত হয় না। -লস এ্যাঞ্জেলেস টাইমস।
×