ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পানির নিচে ডাকবাক্স!

প্রকাশিত: ০৫:২২, ৫ ডিসেম্বর ২০১৬

পানির নিচে ডাকবাক্স!

মানুষের বৈচিত্র্যময় ভাবনার কারণে পৃথিবীতে চমকপ্রদ অনেক ঘটনা ঘটে। সেসব ঘটনাই আবার স্থান করে নেয় গিনেস রেকর্ডে। জাপানের ওয়াকাইমা সুসামি শহরসংলগ্ন সুসামি উপসাগরে ৩৫০ ফুট পানির নিচে ডাকবাক্স প্রতিষ্ঠা করা তেমনই একটি ঘটনা। ডাকবাক্সটি ১৯৯৯ সালে তোশিহিকো মাতসুমোতো (৭০) স্থাপন করেন। চিঠি পোস্ট করতে হলে ডুবুরির পোশাক পরতে হয়। এজন্য শহরটিতে বিক্রি হয় ওয়াটার রেসিস্ট্যান্ট পোস্টকার্ড ও তেলের মার্কার। ডাকবাক্সে মরিচা ধরলে দু’বছর পর পর তা বদলে দেয়া হয়। প্রতিবছর প্রায় দেড় হাজার চিঠি পোস্ট করা হয় এই ডাকবাক্স থেকে। গিনেস রেকর্ডে স্থান পেয়েছে ডাকবাক্সটি। - জাপান টাইমস
×