ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইএসের উত্তর ককেশীয় ‘আমির’ নিহত

প্রকাশিত: ০৫:২২, ৫ ডিসেম্বর ২০১৬

আইএসের উত্তর ককেশীয়  ‘আমির’ নিহত

রাশিয়ার নিরাপত্তা বাহিনী এফএসবি রবিবার বলেছে, গোলযোগপূর্ণ উত্তর ককেশীয় অঞ্চলে দেশটির অভিযানে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ‘আমির’ নিহত হয়েছে। এফএসবি এক বিবৃতিতে জানায়, আইএসের ককেশীয় অঞ্চলের প্রধান রুস্তম এ্যাসেলদেরভ ও তার চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছে। খবর এএফপির। বিবৃতিতে বলা হয়, ৩৫ বছর বয়সী এ্যাসেলদেরভ ২০১৩ সালে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ভলগোগার্দ নগরীতে বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল। ওই বিস্ফোরণে ৩৪ জন নিহত হয়। তিনি ওই সময় অপর একটি ককেশীয় বিদ্রোহী সংগঠনের হয়ে যুদ্ধে লিপ্ত ছিলেন। এছাড়া ২০১২ সালে দাগেস্তান শহরে জোড়া গাড়িবোমা বিস্ফোরণের সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিল। এতে ১৪ জন নিহত ও কমপক্ষে ১শ’ ২০ জন আহত হয়। যুদ্ধবাজ এ ব্যক্তি ২০১৪ সালের ডিসেম্বরে আইএস নেতা আবু বকর আল-বাগদাদির কাছে দীক্ষা নেয়।
×