ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক সপ্তাহের মধ্যে পুরো আলেপ্পো নিয়ন্ত্রণে আসবে

প্রকাশিত: ০৫:২২, ৫ ডিসেম্বর ২০১৬

এক সপ্তাহের মধ্যে পুরো আলেপ্পো নিয়ন্ত্রণে আসবে

সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাংশের ৫০ শতাংশের নিয়ন্ত্রণ সরকারী বাহিনীর হাতে চলে এসেছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র। এক সপ্তাহের মধ্যে পুরো আলেপ্পো সিরীয় সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেছেন জেনারেল সামির সুলাইমান নামের ওই মুখপাত্র। খবর বিবিসির। সেনাবাহিনী পূর্ব আলেপ্পোর তারিক আল বাব এলাকাটি বিদ্রোহীদের দখল থেকে পুনরুদ্ধার করার একদিন পর বিবিসিকে একথা বলেন জেনারেল সুলাইমান। তিন সপ্তাহ ধরে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পো অবরোধ করে রেখেছে সিরীয় সরকারী বাহিনী ও এর মিত্র বেসামরিক বাহিনীগুলো। শনিবার পাওয়া খবরের ভিত্তিতে বিবিসির ধারণা, আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার প্রায় দুই-তৃতীয়াংশ পুনরুদ্ধার করেছে সরকারী বাহিনী। তখনও পর্যন্ত আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অবরুদ্ধ অংশে প্রায় আড়াই লাখ মানুষ আটকা পড়ে ছিলেন। এই এলাকাটি লক্ষ্য করে সিরীয় যুদ্ধবিমানগুলো ও গোলান্দাজ বাহিনী ব্যাপক বোমা ও গোলাবর্ষণ করছে।
×