ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলেপ্পোর অর্ধেক বিদ্রোহীদের হাতছাড়া

প্রকাশিত: ২০:২৮, ৪ ডিসেম্বর ২০১৬

আলেপ্পোর অর্ধেক বিদ্রোহীদের হাতছাড়া

অনলাইন ডেস্ক ॥ আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা অর্ধেক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ান সরকার। সেখানে সামরিক অভিযান চালানো এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এ কথা জানায়। জেনারেল সামির সুলাইমান নামের এই কর্মকর্তা জানায়, শুক্রবার বিদ্রোহীরা তারিক আল-বাব জেলা হারায়। এটি আলেপ্পো বিমানবন্দর ও সিরীয় সরকারের আওতায় বিভিন্ন এলাকার সঙ্গে বিদ্রোহীদের যোগাযোগের একটি বিরাট ক্ষেত্র ছিল। গত তিন সপ্তাহে সরকারি বাহিনী এবং মিলিশিয়ারা এসব এলাকা তাদের দখলে নেয়। তবে অবরুদ্ধ এলাকায় আড়াই লাখেরও বেশি মানুষ আটকা পড়ে আছে বলে জানা গেছে। এ ছাড়া হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, পূর্ব আলেপ্পোর অবস্থা এখন খুবই ভয়াবহ। আহত মানুষের সেবা তারা ঠিকভাবে করতে পারছেন না। অ্যানেসথেসিয়া ছাড়াই তারা চিকিৎসা করাতে বাধ্য হচ্ছেন। তারিক আল-বাব প্রায় চার বছর পর পুনর্দখল হলো। এ সময় বহু লোক হতাহত হয়। পূর্ব আলেপ্পোয় সিরীয় সরকারি বাহিনীর অভিযানের পর এ পর্যন্ত ৩ শ মানুষ নিহত হয়েছে।
×