ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টিএ্যান্ডটি সিবিএ

সাবেক শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটির সুপারিশ পূর্ণ বাস্তবায়ন দাবি

প্রকাশিত: ০৯:০০, ১ ডিসেম্বর ২০১৬

সাবেক শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটির সুপারিশ পূর্ণ বাস্তবায়ন দাবি

বাংলাদেশ টিএ্যান্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন (সিবিএ) কর্মচারীবিরোধী কর্মকা- বন্ধ করে সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির সুপারিশ পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে। সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের সভাপতিত্বে বিটিসিএলের এমডি, প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তা সিবিএ নেতাদের এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। বিটিসিএল-সিবিএ সেক্রেটারি জেনারেল এসএমএ মুকিত হিরুর নেতৃত্বে কর্মচারী নেতৃবৃন্দ বৈঠক উপস্থিত ছিলেন। বৈঠকে বিলুপ্ত টিএ্যান্ডটি থেকে বিটিসিএলে কর্মরত স্থায়ী কর্মচারী, ওয়ার্কচার্জড, মাস্টাররোল ও ক্যাজুয়েল কর্মচারীদের চাকরির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এতে সিবিএ নেতারা দাবি করেন, সমস্যা সমাধানের লক্ষ্যে তৎকালীন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশ মন্ত্রিপরিষদে গৃহীত হয় এবং গঠিত হয় টেলিযোগাযোগ অধিদফতর। বাকি সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় বিলুপ্ত টিএ্যান্ডটির ৪র্থ শ্রেণীর দরিদ্র কর্মচারী, ওয়ার্কচার্জড, মাস্টাররোল ও বর্তমান সরকারের আমলে নিয়োগকৃত ক্যাজুয়েলদের চাকরি সমস্যার সমাধান হয়নি। উচ্চপর্যায়ের এ সুপারিশটিকে পাশ কাটিয়ে নানা প্রশাসনিক জটিলতা সৃষ্টি করা হচ্ছে। তারা ও সচিব কমিটির সিদ্ধান্ত মোতাবেক টিএ্যান্ডটি বোর্ডের নন-ডিপ্লোমা উপসহকারী প্রকৌশলীদের বেতন গ্রেড উন্নীতকরণসহ কর্মচারীদের পদোন্নতি ও অন্যান্য চাকরিগত সমস্যা সমাধানে জরুরী ব্যবস্থা নিতে সচিবকে অনুরোধ জানান। মন্ত্রণালয়ের সচিব আন্তরিকতার সঙ্গে সিবিএ নেতাদের বক্তব্য শোনেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। -বিজ্ঞপ্তি
×