ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আলেপ্পোয় এক শিশুর জন্য বই পাঠালেন রাউলিং

প্রকাশিত: ০৪:১৭, ১ ডিসেম্বর ২০১৬

আলেপ্পোয় এক শিশুর জন্য বই পাঠালেন রাউলিং

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বসবাসকারী সাত বছর বয়সী এক শিশুকে নিজের জনপ্রিয় বইয়ের কপি পাঠিয়েছেন জেকে রাউলিং। খবর সিএনএনের। আলেপ্পোতে বসবাসকারী সাত বছর বয়সী বানা আলাবেদ নিজের শহরে চলতে থাকা বোমা হামলা আর যুদ্ধের অবস্থা ভুলে থাকার জন্য ‘হ্যারি পটার’ সিরিজের চলচ্চিত্রগুলোতে ডুবে থাকে। গেল সপ্তার শুরুর দিকে বানার মা ফাতেমা টুইটারের মাধ্যমে রাউলিংয়ের সঙ্গে যোগাযোগ করেন। এক বার্তায় তিনি জানান, তার মেয়ে বানা এবং স্থানীয় অন্য শিশুরা হ্যারি পটার চলচ্চিত্রগুলো যে বইগুলোর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সেগুলো পড়তে চায়। রাউলিং টুইটারে সেই বার্তার উত্তর দেন। ‘বানা, আমি আশা করি তুমি বইগুলো পড়বে। আমার মনে হয় তুমি এটা পছন্দ করবে। তোমার প্রতি অনেক অনেক ভালবাসা।’ ৫১ বছর বয়সী লেখক রাউলিং হ্যারি পটার সিরিজের সবগুলো বইয়ের ইলেকট্রনিক কপি পাঠিয়ে দেন। ‘বইগুলোর জন্য ধন্যবাদ বন্ধু জেকে রাউলিং।’ যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ৩ আহত ৪ যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের আলাবামা অঙ্গরাজ্যে এক টর্নেডোর আঘাতে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত চারজন। নিহত সবাই নিজ বাসাতেই প্রাণ হারান। খবর ওয়েবসাইটের। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বুধবার (৩০ নবেম্বর) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়। খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টার দিকে টর্নেডোটি আঘাত হানে। এতে গির্জা, প্লাজাসহ ১৫ থেকে ২০টি ভবন বিধ্বস্ত হয়েছে। হাইওয়ে, গাছপালাসহ বিভিন্ন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দেশটির জাতীয় আবহাওয়া সেবা অফিস জানায়, দিক্লাব কাউন্টিতে ২৪ ঘণ্টার একটি ডেয়ারকেয়ার সেন্টার সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। উপহারের শীর্ষে এ্যাপল! সব উদ্বেগ দূরে ঠেলে দিয়ে এখনও আবশ্যিক ছুটির উপহারের তালিকায় চাহিদার শীর্ষে অবস্থান করছে এ্যাপলের আইফোন। প্রায় এক হাজার গ্রাহকের ওপর পিপার জাফরে পরিচালিত এক জরিপে দেখা গেছে চলমান সাইবার মানডে, ব্ল্যাক ফ্রাইডে ও সপ্তাহব্যাপী চলা থ্যাংকসগিভিং ডে উপলক্ষে আইফোন উপহার হিসেবে দেয়া ও চাওয়ার হার আগের থেকে বেশি। -সিএসবিসি মহাকাশ গবেষণায় চীন... চীন আগামী ২০৩৬ সালের মধ্যে চাঁদে ও এরপর মঙ্গলে ‘তাইকোনটস (নভোচারী)’ পাঠানোর পরিকল্পনা করেছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আশা, মহাকাশ অভিযানের মাধ্যমে রোবোটিকস, এ্যাভিয়েশন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ একবিংশ শতাব্দীর অন্যান্য প্রযুক্তি উদ্ভাবন ত্বরান্বিত হবে। সাধারণত চীনের সবকিছুই গোপন রাখা হয় তারপরও দেশটির বর্তমান সরকার শীর্ষ গবেষকদের একটি প্রস্তাব যাচাই করে দেখছে। যেখানে মহাকাশ অভিযানে বিনিয়োগ তিনগুণ বাড়িয়ে (৪৭৯ কোটি ইউয়ান থেকে বাড়িয়ে ১৫৬০ কোটি ইউয়ান) দেয়ার প্রস্তাব করা হয়েছে। -সিনহুয়া
×