ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইংলিশ লীগ কাপ, আজ রাতে মাঠে নামছে আর্সেনালও

সেমির টিকেট পাওয়ার মিশন ম্যানইউর

প্রকাশিত: ০৪:৩৪, ৩০ নভেম্বর ২০১৬

সেমির টিকেট পাওয়ার মিশন ম্যানইউর

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী ইংলিশ লীগ কাপ (ক্যাপিটাল ওয়ান কাপ) ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করার মিশনে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ রাতে পঞ্চম রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে সমস্যায় জর্জরিত রেড ডেভিলসরা। শেষ চারের টিকেট পাওয়ার আশায় মাঠে নামছে আর্সেনালও। নিজেদের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে গানার্সদের প্রতিপক্ষ সাউদাম্পটন। এর আগে গত ২৬ অক্টোবর প্রি-কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে উঠে আসে ম্যানইউ। ওই ম্যাচে জয়সূচক গোলটি করেছিলেন জুয়ান মাতা। ফলে নগর প্রতিদ্বন্দ্বী ও আসরের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে বিদায় নিতে হয়। আর কোচ পেপ গার্ডিওলার বিরুদ্ধে দীর্ঘদিন পর জয়ের স্বাদ পান আরেক তারকা কোচ জোশে মরিনহো। লীগ কাপে মাঠে নামার আগে অবশ্য বেশ ঝামেলায় আছে ম্যানইউ। ইংলিশ প্রিমিয়ার লীগে ওয়েস্টহ্যামের রিরুদ্ধে ম্যাচে অশোভন আচরণের দায়ে ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ) ইউনাইটেড বস মরিনহোকে অভিযুক্ত করেছে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ওই আচরণের কারণে ম্যাচ চলাকালীন মরিনহোকে ডাগ আউট থেকে স্ট্যান্ডে পাঠিয়ে দেয়া হয়। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিরুদ্ধে কথা বলার সময় পেয়েছেন মরিনহোর। সবশেষ তিনটি প্রিমিয়ার লীগের ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বারের মতো মরিনহোর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। প্রথমার্ধের মাঝামাঝিতে ডাগআউটে রাখা পানির বোতলে লাথি মারায় মরিনহোকে অভিযুক্ত করে এফএ। একটি ফাউলকে কেন্দ্র করে রেফারি জন মস পল পোগবাকে হলুদ কার্ড দেখালে উত্তেজিত হয়ে এমন করেন পর্তুগীজ লৌহমানব। ম্যাচ শেষে বরাবরের মতোই ম্যাচ সংবাদ সম্মেলনে নিজে উপস্থিত ছিলেন না মরিনহো। তার অনুপস্থিতিতে আসেন সহকারী কোচ রুই ফারিয়া। এ সম্পর্কে ফারিয়া বলেন, রেফারি মরিনহোকে বিষয়টি বুঝিয়ে বলেছে। এখানে এর বেশি কিছু বলার নেই। আমি মনে করি পোগবার হলুদ কার্ডে হতাশ হয়েই মরিনহো এই কাজ করেছেন। এটা অবশ্যই আমাদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে। ফাউলটা আমাদের বিরুদ্ধে ছিল, কিন্তু রেফারি ভুল বুঝেছে। আমি দলের দায়িত্ব নেইনি, শুধু স্বাভাবিক দায়িত্ব পালন করতে এখানে এসেছি। হোসেই দলের বস হিসেবে আছেন এবং তিনি ক্লাবের জন্য সেরাটা দেবার চেষ্টাই করছেন। এর আগে গত অক্টোবরে বার্নলির বিরুদ্ধে ম্যাচে অশোভন আচরণের দায়ে মরিনহোকে এক ম্যাচ টাচলাইন থেকে নিষিদ্ধসহ ৮ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল। কিন্তু এত অল্প সময়ের মধ্যে আবারও একই আচরণে এবার হয়ত আরও কঠোর শাস্তির মুখে পড়তে পারেন স্পেশাল ওযান। কোচের এমন কর্মকা-ে অপ্রস্তুত ম্যানইউ। তারা মরিনহোকে নিয়ে রীতিমতো দুশ্চিন্তার মধ্যে আছে। গুলশান ইয়ুথ ক্লাব স্পোর্টস কার্নিভাল স্পোর্টস রিপোর্টার ॥ গত ১৯-২৫ নবেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় গুলশান ইয়ুথ ক্লাব স্পোর্টস কার্নিভাল। কার্নিভালের খেলাধুলার মধ্যে ছিল এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট, রোলার স্কেটিং, সাঁতার, টেনিস, গান, আর্ট, ক্যারম, দাবা এবং টেবিল টেনিস। এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রায় সহস্রাধিক প্রতিযোগী অংশ নেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান এম বজলুল করীম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইয়ুথ এ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি সেক্রেটারি কাজী আকতার উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী মোস্তফা জামান আব্বাসী, রাজউকের চীফ ইঞ্জিনিয়ার এএসএম রায়হানুল ফেরদৌস, ক্লাবের উপদেষ্টা রাফেজ আলম চৌধুরী, সভাপতি হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক শওকত হোসেন প্রমুখ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট ও বিজয়ীদের মেডেল প্রদান করা হয়।
×