ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জায়ান্টদের জয়ের রাতে লিচেস্টারের ড্র

প্রকাশিত: ০৫:৩৯, ২৮ নভেম্বর ২০১৬

জায়ান্টদের জয়ের রাতে লিচেস্টারের ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) সব জায়ান্টরাই জয়ের দেখা পেয়েছে। শনিবার টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি সুদৃঢ় করেছে চেলসি। এ্যান্তনিও কন্টের দল এদিন ২-১ গোলে হারিয়েছে স্পার্শদের। দিনের অন্য ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখে শিরোপার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলও। বার্নলির বিপক্ষে দিনের প্রথম ম্যাচে ম্যানসিটি ২-১ গোলে জয় পেয়েছে এবং জার্গেন ক্লপের লিভারপুল ২-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। এদিন রোমাঞ্চ জাগিয়েছে ক্রিস্টাল প্যালেস এবং সোয়ানসি সিটির ম্যাচটি। নিজেদের মাঠে সোয়ানসি সিটি ৫-৪ গোলে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে। কিন্তু মিডলসবোরোর সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। ব্যর্থতার কারণে গত বছরের শেষে চেলসি থেকে বরখাস্ত হন জোশে মরিনহো। তারই উত্তরসূরি হিসেবে ব্লুজদের দায়িত্ব নেন এ্যান্তনিও কন্টে। প্রিমিয়ার লীগে নতুন করে ঠিকানা গড়ার পর থেকেই উড়ছেন এই ইতালিয়ান কোচ। মাঝে লীগের শীর্ষস্থান হারিয়ে ফেললেও শনিবার রাতে স্পার্শদের হারিয়ে আবার শীর্ষস্থান দখল করে লন্ডনের ক্লাবটি। স্ট্যামফোর্ড ব্রিজে সিটি ডার্বিতে এটি ছিল লীগে ব্লুজদের সপ্তম জয়। ম্যাচের ১১ মিনিটে দূরপাল্লার একটি বেপরোয়া শটে গোল করার মাধ্যমে শুরুতেই স্বাগতিকদের পিছিয়ে দেন ক্রিস্টিয়ান এরিকসন। প্রথমার্ধের বাকি সময় প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলার পরও শেষ মিনিট পর্যন্ত গোল পরিশোধের জন্য অপেক্ষা করতে হয়েছে চেলসিকে। শেষ পর্যন্ত ম্যাচের ৪৫ মিনিটে পেড্রোর বাঁকানো শটে করা গোলের সৌজন্যে সমতা নিয়ে বিরতিতে যেতে পারে স্বাগতিকরা। ম্যাচের ৫১ মিনিটে ভিক্টর মোসেসের গোলে টটেনহ্যামের টানা ১২টি লীগ ম্যাচে অপরাজিত থাকার ধারাবাহিকতায় ছেদ পড়ে। ম্যাচ শেষে অভিজ্ঞ কোচ কন্টে বলেন, ‘এই খেলাগুলো খুবই কঠিন। শ্বাসরুদ্ধকর এই ম্যাচটি ছিল রোমাঞ্চে পরিপূর্ণ। নির্দিষ্ট লক্ষ্যের দিকে ধারাবাহিকভাবে এগুনোর জন্য এই জয় খুবই জরুরি ছিল। এটি আমাদের আত্মবিশ্বাসকে আরও সজীব করবে। এই মুহূর্তে শিরোপা জয়ের দাবি রাখার সময় আসেনি। এই লীগটি বেশ কঠিন।’ টটেনহ্যাম কোচ মাওরিসিও পোচেত্তিনো বলেন, ‘এই ম্যাচের চুলচেরা বিশ্লেষণ করলে আমরাই সেরা ছিলাম। ম্যাচের সব পরিসংখ্যান আমাদের পক্ষে ছিল। তবে ফুটবল শুধু পরিসংখ্যানের খেলা নয়, সেখানে গোল আদায় করতে হয়।’ এর আগে শনিবারের ম্যাচে সার্জিও এ্যাগুয়েরোর জোড়া গোলের সৌজন্যে বার্নলিকে পরাজিত করেছে ম্যানচেস্টার সিটি। আর দিভোক অরিজি ও জেমস মিলনারের গোলে সান্ডারল্যান্ডকে অনায়াসেই হারায় লিভারপুল। ম্যাচশেষে লিভারপুল কোচ জার্গেন ক্লপ বলেন, ‘ম্যাচটি আমাদের জন্য যথেষ্ট গুরত্বপূর্ণ ছিল। দিনশেষে সেরা দল হিসেবেই আমরা জয়লাভ করেছি।’ তবে কপাল পুড়েছে ফিলিপ কুটিনহোর। মাঠের সময়টা দারুণ কাটছিল তার। চলতি মৌসুমে প্রিমিয়ার লীগে নিজে পাঁচ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ছয় গোল। কিন্তু দুর্ভাগ্য তার। শনিবার সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে পায়ে বড় ধরনের আঘাত পান তিনি। এর ফলে দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে লিভারপুলের এই ব্রাজিলিয়ান উইঙ্গারের। তবে কতদিনের জন্য সে বিষয়ে স্ক্যান করার আগে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না অলরেডদের অভিজ্ঞ কোচ জার্গেন ক্লপও। তার মতে, চোটটা গোড়ালির। তাই স্ক্যান না করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা এর বেশি কিছু বলতে পারছি না।’ আর্সেনালের সাবেক রক্ষণসৈনিক মার্টিন কেওন অবশ্য এটাকে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, কুটিনহোর চোট খুব ভাল দেখাচ্ছে না। আমার কাছে বেশ মারাত্মক মনে হয়েছে।’ ২৪ বছর বয়সী কুটিনহোকে এদিন মারাত্মকভাবে ট্যাকল করেন দিদিয়ের এনডোং। ইনজুরিতে পড়েছেন লিভারপুলের আরেক তারকা ফুটবলার রবার্তো ফিরমিনোও। কিন্তু তার চোট অবশ্য ততটা গুরুতর নয় বলে জানিয়েছেন লিভারপুলের কোচ। এদিকে রেলিগেশনের সঙ্গে সংগ্রামরত সোয়ানসি সিটি সমকক্ষীয় ক্লাব ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৫-৪ গোলের অসাধারণ এক জয় পেয়েছে। আর হারতে হারতেই মিডলসবোরোর সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি।
×