ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার দাপট

প্রকাশিত: ০৪:০৬, ২৭ নভেম্বর ২০১৬

এ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়। টানা দুই হারে আগেই সিরিজ খুইয়ে অস্ট্রেলিয়া এখন আহত বাঘ। ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর শেষ লড়াইয়ে দারুণভাবে জ্বলে উঠেছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ১৯৪ রানে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেট তুলে নিয়েছে স্টিভেন স্মিথের দল। প্রোটিয়াদের ২৫৯/৯ (ডিক্লেঃ)-এর জবাবে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৩৮৩। তৃতীয় দিন শেষে মাত্র ৭০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকা যে এখনও ম্যাচে টিকে আছে তার বড় কৃতিত্ব স্টিফেন কুকেরই। ৮১ রানে অপরাজিত অতিথি ওপেনার। রানের খাতা খোলার অপেক্ষায় আজ তার সঙ্গী হবেন কুইন্টন ডি’কক। জয় অথবা ড্র পরের বিষয়, ম্যাচ চ্যালেঞ্জিং অবস্থানে নিয়ে যেতে দু’জনের দায়িত্ব অনেক। কারণ ব্যাটিংয়ে তারাই শেষ স্বীকৃত জুটি। বোলারদের দারুণ নৈপুণ্যে তৃতীয় ও শেষ টেস্টের নিয়ন্ত্রণ যে অস্ট্রেলিয়ার হাতে সেটি বলাই বাহুল্য। মাত্র ৭০ রানে এগিয়ে প্রোটিয়ারা আজ চতুর্থদিনের খেলা শুরু করবে। হার এড়িয়ে ভাল কিছু করতে সফরকারীরা ডি’কক ও স্টিভেন কুকের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে। চাপের পরও তারা যে ম্যাচে আছে, সে কৃতিত্ব ওপেনার কুকেরই (৮১*)। ১২৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা দক্ষিন আফ্রিকা ধাক্কা খায় শুরুতেই। শূন্য রানে মিচেল স্টার্কের ফুল লেংথ বলে স্টিভ স্মিথের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন ওপেনার ডিন এলগার (০)। তবে অন্যপ্রান্তে যে কোন মূল্যে টিকে থাকার প্রতিজ্ঞা ছিল স্টিফেন কুকের। ইনিংসের শুরুতে বেশ অনেকটা সময় অস্বস্তিতে পার করলেও ধীরে ধীরে মানিয়ে নিয়েছেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে তাকে শুধু হাশিম আমলাই কিছুটা সঙ্গ দিতে পেরেছেন। দু’জন মিলে যোগ করেন ৮১ রান। কিন্তু জশ হ্যাজলউডের বলে ৪৫ রান করে আমলা ফিরলে প্রোটিয়া ইনিংসের কঙ্কালটা বেরিয়ে পড়ে। চলতি সিরিজে এ নিয়ে হ্যাজলউডের বলে পাঁচবার আউট হলেন আমলা। এরপর একে একে ফিরেছেন জেপি ডুমিনি (২৬), অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস (১২), টেম্বা বাভুমা (২১) ও কাইল এ্যাবট (০)। স্পিনার নাথান লেয়ন নিয়েছেন ৩ উইকেট, স্টার্কের শিকার ২। এর আগে ৩০৭ রানে দিন শুরু করে অস্ট্রেলিয়া অলআউট হয় ৩৮৩ রানে। স্টার্কের ৫৩ রানের অবদানই সেখানে সবচেয়ে বড়। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস ২৫৯/৯ (ডিক্লেঃ) ও ২য় ইনিংস ১৯৪/৬ (৬৯ ওভার; স্টিফেন কুক ৮১*, এলগার ০, আমলা ৪৫, ডুমিনি ২৬, ডুপ্লেসিস ১২, বাভুমা ২১, এ্যাবট ০, ডি’কক ০*; স্টার্ক ২/৭১, হ্যাজলউড ১/২২, বার্ড ০/৪২, লেয়ন ৩/৪৮, ওয়ার্নার ০/৫)। অস্ট্রেলিয়া ১ম ইনিংস ৩৮৩/১০ (১২১.১ ওভার; খাজা ১৪৫, স্টার্ক ৫৩, হ্যাজলউড ১১*, লেয়ন ১৩, বার্ড ৬; ফিল্যান্ডার ২/১০০, এ্যাবট ৩/৪৯, রাবাদা ৩/৮৪, শামসি ১/১০১)। ** তৃতীয়দিন শেষে
×