ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সমালোচককে নয়, অনুগতকে নিয়োগের পক্ষে অনেকে

পররাষ্ট্রমন্ত্রী পদে রমনিকে নিয়ে ট্রাম্প মিত্রদের সন্দেহ

প্রকাশিত: ০৫:৪৯, ২৬ নভেম্বর ২০১৬

পররাষ্ট্রমন্ত্রী পদে রমনিকে নিয়ে ট্রাম্প মিত্রদের সন্দেহ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ নিয়ে অভ্যন্তরীণ বিতর্ক প্রকাশ্য রূপ নিয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ এমন কোন কোন বিশিষ্ট রিপাবলিকান ওই পদে দীর্ঘদিনের সমালোচক মিট রমনিকে নয়, বরং কোন অনুগত সমর্থককে নিয়োগ করার পক্ষে যুক্তি দেখচ্ছেন। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। ট্রাম্পের উপদেষ্টা ও সাবেক ক্যাম্পেন ম্যানেজার কোলিয়ান কনওয়ে এ নিয়ে বৃহস্পতিবার সকালে কয়েক দফা ট্ইুট করেন। এতে তিনি ট্রাম্পের সঙ্গে কাজ করার মতো ভূমিকায় ম্যাসাচুসেটসের সাবেক গর্বনর রমনির যোত্যতা নিয়ে প্রশ্ন তোলেন বলেন মনে হয়। কনওয়ে বলেন, তিনি রমনির বিষয়ে সামাজিক মাধ্যম ও প্রাইভেট যোগাযোগে অসংখ্য বার্তা পেয়েছেন। দ্বিতীয় টুইটে তিনি আরও বলেন, হেনরি কিসিঞ্জার ও জর্জ শুলজের মতো সাবেক পররাষ্ট্রমন্ত্রীরা কম বার বিদেশ সফর করেন এবং স্বদেশেই বসেই প্রেসিডেন্টকে বেশি পরামর্শ দেন। আর তারা ছিলেন অনুগত। ভাল বাছাই। পররাষ্ট্রমন্ত্রীর পদ নিয়ে বিতর্ক ট্রাম্প শিবিরে এক অভ্যন্তরীণ দ্বন্দ্বের পরিণত হয়েছে। রমনির সমর্থক নিউইয়র্ক সিটির সাবেক মেয়র রুডি জুলিয়ানির সমর্থক এবং ওই পদে নিয়োগের জন্য ট্রাম্পের আরও প্রার্থীর খোঁজ করে যাওয়া উচিত বলে মনে করেন এমন ব্যক্তিরা ওই বিরোধে জড়িত রয়েছেন। জুলিয়ানি ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র এবং প্রতিনিধি পরিষদের সাবেক স্পীকার নিউট সিনগ্রিস তার সমর্থক। ট্রাম্প শিবিরের দুই ব্যক্তি চলতি সপ্তাহে তিনি রমনির দিকে ঝুঁকে পড়ছেন বলে জানান। কিন্তু ইস্যুটির যে মীমাংসা হয়নি, কনওয়ের টুইট থেকে বোঝা যায়। ট্রাম্প তার প্রশাসন সাজাতে এবং তার টিমে বিবিধত্ব আনতে তার এক সময়কার সমালোচকদের সঙ্গে যোগাযোগ করেছেন। বুধবার তিনি দক্ষিণ ক্যারোলিনার গবর্নর নিকি হ্যালিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত করেন। হ্যালি ভারতীয় শিখ অভিবাসীদের কন্যা। তিনি মেক্সিকান ও মুসলিমদের সম্পর্কে ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে তার সঙ্গে বিবাদে লিপ্ত হন এবং রিপাবলিকান প্রাইমারিতে সিনেটর মার্কেন রুবিও ওটেড ক্রুজ উভয়কে অনুমোদন করেন। বৃহস্পতিবার হ্যালি ওই পদে মনোনীত হয়ে সম্মানিত বোধ করেছেন বলে মন্তব্য করেন। ট্রাম্প তার শিল্পমন্ত্রী হিসেবে শিক্ষা প্রসারের সমর্থক বেটসি ডিভোসকে বেছে নেন। ডিভোস রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ওহাইওর গবর্নর জন ক্যাসিচের ডেলিগেট ছিলেন। হ্যালিই প্রথম নারী যাকে ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ পদে নিয়োগের জন্য প্রস্তাব দেয়া হয়। জাতিসংঘে রাষ্ট্রদূত নিয়োগ ও শিক্ষামন্ত্রী নিয়োগ উভয় ক্ষেত্রেই সিনেটের অনুমোদন থাকতে হবে। অতি সম্প্রতি ট্রাম্প ও রমনি তাদের বিরোধকে পেছনে ফেলে দেয়ার চেষ্টা করছেন বলে মনে হয়। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নিউজার্সির বেডমিনস্টার গলফ ক্লাবের বাইরে রমনিকে অভিনন্দন জানান। গত সপ্তাহান্তে সেখানে ট্রাম্প সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাতকার নিচ্ছিলেন। রবিবার পেন্স বলেন, ট্রাম্প ও রমনির মধ্যে কথাবার্তা খুবই বাস্তবমুখী হয়েছে।
×