ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইরাকে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় নিহত ৮০

প্রকাশিত: ০৮:৩০, ২৫ নভেম্বর ২০১৬

ইরাকে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় নিহত ৮০

জনকণ্ঠ ডেস্ক ॥ ইরাকের রাজধানী বাগদাদের ১শ’ কিমি দক্ষিণে হিলা শহরের একটি পেট্রোল স্টেশনে আত্মঘাতী ট্রাকবোমা হামলায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই ইরানী শিয়া পুণ্যার্থী। পুলিশ ও চিকিৎসাকর্মীরা বৃহস্পতিবার একথা জানিয়েছে। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গী গোষ্ঠী একটি অনলাইন বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। আমাক বার্তা সংস্থায় দেয়া এ বিবৃতিতে গোষ্ঠীটি বোমা হামলায় ২০০ জন হতাহত হয়েছে বলে দাবি করেছে। হামলার সময় পুণ্যার্থীরা পবিত্র শিয়া নগরী কারবালা থেকে ইরানে ফেরার পথে ছিল। তাদের বহনকারী বাস লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শোমালি গ্রামের কাছের ওই পেট্রোল স্টেশনটিতে ভ্রমণকারীদের জনপ্রিয় একটি রেস্তরাঁ আছে। সেখানেই বিস্ফোরক ভর্তি ট্রাকটি দাঁড় করানো ছিল বলে জানানো হয়েছে কয়েকটি প্রতিবেদনে। শক্তিশালী বিস্ফোরণে স্টেশনটি পুরো ধ্বংস হয়ে যায় এবং পুণ্যার্থীদের বহনকারী পাঁচটি বাস আগুনে পুড়ে যায় বলে জানিয়েছে পুলিশ। প্রাদেশিক নিরাপত্তা প্রধান ফালাহ আল-রাদি জানান, নিহত ৮০ জনের মধ্যে ইরানীরা আছে এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
×