ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

দাবি বাংলাদেশের ফিজিওর

নিউজিল্যান্ড সিরিজের আগেই ফিট হয়ে যাবেন মুস্তাফিজ

প্রকাশিত: ০৫:৫৮, ২৪ নভেম্বর ২০১৬

নিউজিল্যান্ড সিরিজের আগেই ফিট হয়ে যাবেন মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে, তিন টি২০ ও দুই টেস্ট ম্যাচ খেলবে। এ সিরিজের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এমনটিই ইঙ্গিত দিলেন নতুন ফিজিও ডিন কনওয়ে। বুধবার মুস্তাফিজকে নিয়ে প্রথমদিনের মতো কাজ করেন কনওয়ে। মুস্তাফিজকে ভালভাবে পরখ করে দেখেন। তাতে কনওয়ের কাছে মনে হয়েছে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যেই পুরো ফিট হয়ে যাবেন মুস্তাফিজ। আর তাই যদি হয়, তাহলেতো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে পারবেন মুস্তাফিজ। কারণ ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে। এখনও বাকি একমাস। এখনই মুস্তাফিজ প্রায় ৭০ শতাংশ ফিট হয়ে গেছেন। আর বাকি ৩০ শতাংশ। যা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই হয়ে যাবে। কনওয়ের তত্ত্বাবধানে বুধবার ৬০ শতাংশ ইনটেনসিটিতে বোলিং করার কথা ছিল মুস্তাফিজের। মুস্তাফিজতো আরও ৭ শতাংশ বেশি সামর্থ্য দেখিয়েছেন। তবে শুরুতে চার ওভারের স্পেলে শুরুর দিকে ছোট রানআপেই বল করলেও ট্রেনার মারিও ভিল্লাভারায়েন রানআপ আরও দুই স্টেপ বাড়িয়ে দিতে বললেন। তাতেও স্বাচ্ছন্দ্যেই বোলিং করে গেলেন এ বাঁহাতি পেসার। এভাবে রানআপ একটু একটু বাড়তে থাকলে নিউজিল্যান্ড সিরিজে মুস্তাফিজের খেলা নিয়ে কোন সংশয়ই আর থাকবে না। এমনকি সব ফরমেটেই খেলতেও পারবেন। মুস্তাফিজের সর্বশেষ অবস্থা নিয়ে ডিন কনওয়ে বুধবার সাংবাদিকদের জানালেন, ‘তিন-চার সপ্তাহের মধ্যেই পুরো ফিট হয়ে উঠবে মুস্তাফিজ। সব ফরমেটে যেন খেলতে পারে তার জন্যই আমরা প্রস্তুত করব। এখন পর্যন্ত মুস্তাফিজের উন্নতি খুবই ভাল।’ নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে নতুন ফিজিও নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার ডিন কনওয়ে ঢাকায় পা রাখেন। ইংল্যান্ড দলের সাবেক এ ফিজিও বুধবার থেকেই নিজের কাজ শুরু করেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের মাঠে ইনজুরিতে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ করেন এই জিম্বাবুইয়ান। ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত ডিন কনওয়েকে নিয়োগ দিয়েছে বিসিবি। ২০১৪ সালের পর থেকে যে বিদেশী ফিজিও দলের সঙ্গে নেই, কনওয়ের যুক্ত হওয়াতে তা পূরণ হয়ে গেল। এতদিন দেশীয় ফিজিও বায়েজিদুল ইসলাম এই দায়িত্ব পালন করতেন। ২০১৪ সাল থেকে দীর্ঘ দুই বছর পর আবারও বিদেশী কোন ফিজিও নিয়োগ দিল বিসিবি। ১৪ বছর ইংল্যান্ড দলের ফিজিও ছিলেন ডিন কনওয়ে। তার মধ্যে সিনিয়র ফিজিওথেরাপিস্ট হিসেবে তার আট বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। মুস্তাফিজকে ইনজুরিমুক্ত করাই ডিন কনওয়ের গুরুত্বপূর্ণ কাজ। সেই কাজ শুরুও করে দিয়েছেন এ ফিজিও। কাঁধের চোটে পড়ে গত ১১ আগস্ট লন্ডনে শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের ছুরির নিচে যেতে হয় মুস্তাফিজকে। অস্ত্রোপচারের পর জানা গিয়েছিল, পাঁচ থেকে মাস লেগে যেতে পারে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে। কিন্তু তার আগেই পূর্ণ ফিটনেস ফিরে পাচ্ছেন বাংলাদেশের বোলিং সেনসেশন। ইনজুরির কারণে ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে খেলা হয়নি মুস্তাফিজের। খেলা হচ্ছে না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ বিপিএলও। ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে খেলার জন্য মুখিয়ে আছেন মুস্তাফিজ। সেই সুযোগ ধরাও দিতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে নামার আগে অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল। বিগব্যাশের দলগুলোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও খেলবে। প্রস্তুতি ক্যাম্পে মুস্তাফিজও থাকবেন। ক্যাম্পে থেকেই নিজেকে ফিট করে তুলবেন। এরপর নিউজিল্যান্ডে গিয়ে সিরিজও খেলবেন বলেই আশা কনওয়ের।
×