ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আরও ২৪ জন বীরাঙ্গনা পেল মুক্তিযোদ্ধার স্বীকৃতি

প্রকাশিত: ০৫:৪৮, ২৪ নভেম্বর ২০১৬

আরও ২৪ জন বীরাঙ্গনা পেল মুক্তিযোদ্ধার স্বীকৃতি

স্টাফ রিপোর্টার ॥ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা আরও ২৪ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৩৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়। এ নিয়ে ১৭০ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হলো। স্বীকৃতিপ্রাপ্ত ২৪ বীর মুক্তিযোদ্ধা হলেন রংপুর সদরের আনোয়ারা বেগম, মোছাম্মৎ আয়েশা বেগম, বরিশালের বাকেরগঞ্জের মোছাম্মৎ আলেয়া বেগম, গৌরনদীর নূরজাহান বেগম, মৌলভীবাজারের কমলগঞ্জের কমিলা বেগম, ফরিদপুরের মধুখালীর ফুলজান বেগম, কুমিল্লার চৌদ্দগ্রামের আফিয়া খাতুন খঞ্জনী, নারায়ণগঞ্জের ফতুল্লার মমতাজ বেগম, হবিগঞ্জের নবীগঞ্জের আলেয়া বেগম, ঢাকার মুগদাপাড়ার মোছাম্মৎ হনুফা বেগম, কুড়িগ্রাম সদরের মোছাম্মৎ দেলো বেওয়া, মোছাঃ রহিমা, মোছাঃ মজিদা বেগম, মোছাঃ ছালেহা বেওয়া, বছিরন বেগম, তরু বালা, মোছাঃ ফাতেমা বেগম, মোছাঃ খোতেজা বেগম, মোছাঃ খুকী বেগম, গেন্দী বেওয়া, পাবনার আটঘরিয়ার সোনা বালা, মায়ারানী, মোছাঃ জামেলা খাতুন ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মোমেনা বেগম। স্বীকৃতিপ্রাপ্তরা প্রতিমাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন। গত বছরের ২৯ জানুয়ারি বীরাঙ্গনাদের স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আইন পাস করা হয়। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত ১৭০ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন।
×