ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবসরে যাচ্ছেন জেনারেল রাহিল শরীফ

প্রকাশিত: ০৪:১৫, ২৩ নভেম্বর ২০১৬

অবসরে যাচ্ছেন জেনারেল রাহিল শরীফ

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ অবসরে যাওয়ার লক্ষ্যে সোমবার আনুষ্ঠানিকভাবে তার বিদায়ী সফর শুরু করেছেন। এর মধ্য দিয়ে তার মেয়াদকাল বাড়ানোর যে জল্পনা-কল্পনা চলছিল তা ভেস্তে গেছে। এখন দেখার অপেক্ষা তার উত্তরসূরি কে হচ্ছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, চার ও তিন তারকা জেনারেলদের নামের একটি তালিকা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ঐতিহ্যগতভাবে বিদায়ী সেনাপ্রধান তার উত্তরসূরি নিয়োগের জন্য পরামর্শ দিচ্ছেন। যদিও তার পরামর্শ মানার ব্যাপারে প্রধানমন্ত্রীর কোন বাধ্যবাধকতা থাকবে না। যুক্তরাষ্ট্রে চার পুলিশকে লক্ষ্য করে গুলি, নিহত ১ যুক্তরাষ্ট্রে মাত্র ২৪ ঘণ্টায় চার পুলিশ সদস্যকে গুলি করা হয়েছে। এদের মধ্যে একজন নিহত হয়েছে। রবিবার দেশটির কয়েকটি রাজ্যে পৃথক এ হামলা চালানো হয়েছে। খবর বিবিসির। টেক্সাসের সান এ্যন্টোনিওতে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। মিসৌরির সেন্ট লুইসে আরেক কর্মকর্তার মুখম-লে গুলি করা হয়েছে। তবে সে প্রাণে বেঁচে যেতে পারে বলে আশা করা হচ্ছে। অপর দুই পুলিশ সদস্য টেক্সাস ও ফ্লোরিডায় গুলিবিদ্ধ হয়েছে। চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর ৫৭ জন সদস্য বন্দুক হামলার শিকার হয়েছেন। এ সংখ্যা গত বছর একই সময়ের চেয়ে ৬৮ শতাংশ বেশি। গোয়েন্দা কর্মকর্তা বেঞ্জামিন মার্কোনি রবিবার যখন তার গাড়িতে বসে একটি ট্রাফিক টিকেট লিখছিলেন তখন তাকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। ভ্রƒণ দেখাবে ভার্চুয়াল রিয়্যালিটি খুব শীঘ্রই ভার্চুয়াল রিয়্যালিটি ডিভাইসের মাধ্যমে নিজের সন্তানকে দেখতে পাবেন সন্তানসম্ভবা বাবা-মা। বাস্তবধর্মী থ্রিডি ইমেজিংয়ের নতুন এ প্রযুক্তি উদ্ভাবন করেছে ব্রাজিলের একদল গবেষক। গবেষকরা এমআরআই এবং আল্ট্রাসাউন্ড ডাটা ব্যবহার করে ভ্রƒণের জীবন্ত মডেল ভার্চুয়াল রিয়্যালিটিতে আনতে সক্ষম হয়। -মিরর পরিবেশ রক্ষায় এখন থেকে ভারতের ঝাড়খন্ড রাজ্যের মাইথনে আর মদ্যপান করা যাবে না। এমনই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। গত বছর মাইথনে তেমন পর্যটক আসেননি। জলাধারে খুব একটা পানি ছিল না। কিন্তু এবার পর্যাপ্ত বৃষ্টিতে ড্যাম পরিপূর্ণ। ড্যামের ওপারে রয়েছে সবুজ দ্বীপ। তার আকর্ষণ আরও বাড়ানো হয়েছে। কিন্তু সবকিছু মাটি করে দিতে পারে মদ্যপায়ীদের আচরণ। তাই এবার বাড়তি সতর্ক প্রশাসন। পিকনিকের সময় ডিজে বাজানো বন্ধ। এলাকার শান্ত ও স্নিগ্ধ পরিবেশটাই ধরে রাখতে চাইছে প্রশাসন। -ওয়েবসাইট
×