ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি

প্রকাশিত: ০৪:১৪, ২৩ নভেম্বর ২০১৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের প্রভাবে কয়েকটি স্থানে সাড়ে চার ফুট উচ্চতার সুমানির খবর পাওয়া গেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) ফুকুশিমা, মিয়াগি, চিবা, আমোরি, আওতে, ইবারাকি প্রদেশ এ ভূমিকম্পে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দফতর ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৯। তবে জাপানের আবহাওয়া অধিদফতর ৭.৪ মাত্রার কথা বলেছে। শক্তিশালী ওই ভূমিকম্পের পরের চার ঘণ্টায় ৪.৪ থেকে ৫.৪ মাত্রার অন্তত ১০টি আফটার শক রেকর্ড করে ইউএসজিএস। শক্তিশালী ভূমিকম্পের পরপরই জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়। দুই ঘণ্টা পর সকাল ৮টার দিকে সেন্দায় অঞ্চলে ১ দশমিক ৪ মিটার উচ্চতার (সাড়ে ৪ ফুট) সুনামি রেকর্ড করা হয় বলে খবর দেয় জাপান টাইমস। রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে জানায়, সোমা বন্দর এলাকায় ৯০ সেন্টিমিটার সুনামি রেকর্ড করা হয়। ফুকুশিমা প্রদেশ থেকে প্রায় ৬৮ হাজার মানুষকে সরিয়ে নিতে স্থানীয় সিটি কর্পোরেশনের সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরাও কাজ করেন। দুর্গত এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। বন্ধ রাখা হয় ট্রেন ও বিমান যোগাযোগ। জাপান সরকারের মুখপাত্র ও মন্ত্রিপরিষদ সচিব ইয়াসুদা সুগা সকালে টোকিওতে এক সংবাদ সম্মেলনে বলেন, সরকার তাৎক্ষণিকভাবে সব ধরনের ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে। জরুরী অবস্থা জারি করা হয়েছে ভূমিকম্প দুর্গত এলাকাগুলোতে। ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয়া হলেও উপকূলীয় এলাকার বাসিন্দাদের পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়। সাড়ে পাঁচ বছর আগে এই ফুকুশিমাতেই ৯.১ মাত্রার ভূমিকম্পের পর প্রলয়ঙ্করী সুনামিতে পারমাণবিক বিদ্যুত কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় এবং তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে। -ইয়াহু নিউজ
×