ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাবির ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ১০

প্রকাশিত: ০৮:৪১, ২১ নভেম্বর ২০১৬

জাবির ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ১০

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে প্রশ্ন ফাঁসের অভিযোগে ১০ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার জীববিজ্ঞান অনুষদের (ডি-ইউনিট) পরীক্ষা চলাকালে সন্ধায় ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে আটটা) আটককৃতদের নাম জানা যায়নি। জানা গেছে, রবিবার ডি ইউনিটের পরীক্ষা চলাকালীন সারাদিনই কয়েকজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা সিকিউরিটি টিমকে জানায়। তাদের ওপর নজরদারির একপর্যায়ে বিষয়টি আঁচ করতে পেরে পালানোর সময় সিকিউরিটি অফিসারসহ নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ থেকে সাতজন ও জাবি প্রেসক্লাবের ১০ থেকে ১৫ জন সাংবাদিক ধাওয়া করে তাদের ধরে ফেলে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী আরও কয়েকজনকে আটক করে আনা হয়। প্রক্টর অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রশ্ন ফাঁসের কথা বলে অনেকের সঙ্গে কয়েক লাখ টাকার চুক্তি করেছে বলে স্বীকার করেছে। আটককৃতদের থেকে জানা যায়, এই চক্রের মূল হোতা মোঃ জামাল উদ্দিন নামের এক ব্যক্তি। তার বাড়ি ভোলায় বলেও জানায় তারা।
×