ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইসরাইলী আর্মিতে নারীর অংশগ্রহণ বাড়ছে

প্রকাশিত: ০৩:২৫, ২১ নভেম্বর ২০১৬

ইসরাইলী আর্মিতে নারীর অংশগ্রহণ বাড়ছে

ইসরাইলী সেনাবাহিনীতে নারীদের যোগদানের হার বেড়ে গেছে। নারীরা স্বেচ্ছায় দেশের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিচ্ছে। ১৮ বছর বয়সী স্মাদার তার স্বয়ংক্রিয় রাইফেলটি কাঁধে ঝুলিয়ে রেখেছে। তার সারা মুখ ধূলাবালি মাখা। কঠোর প্রশিক্ষণ সত্ত্বেও তার মুখের হাসিটি অমলিন। তার নারী প্রশিক্ষক চিৎকার করে এই কঠোর অনুশীলনে উৎরে যেতে তাকে উৎসাহ দিচ্ছেন। স্মাদার বলেন, ‘এই ইউনিটকে বেছে নেয়ার জন্য আমার কোন আফসোস নেই।’ তিনি আরও বলেন, ‘আমি সম্ভাব্য সবচেয়ে বেশি যুদ্ধবাজ ইউনিটে যোগ দিতে চাই।’ স্মাদার ইসরাইলী সেনাবাহিনীর মধ্যে যে কৌশলগত ও ব্যাপক পরিবর্তন হচ্ছে তার অংশ। বিপুল সংখ্যক নারী এই কমব্যাট ইউনিটটিতে যোগ দিচ্ছেন। সেনাবাহিনী জানিয়েছে, মাত্র চার বছর আগে এই কমবেট ইউনিটটিতে প্রায় তিন শতাংশ নারী ছিল। বর্তমানে ইউনিটটিতে নারীর সংখ্যা বেড়ে সাত শতাংশে দাঁড়িয়েছে। ২০১৭ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে ৯.৫ এ পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সমাজের পরিবর্তিত প্রেক্ষাপট ও প্রয়োজনীয় সংখ্যক সৈন্যের অভাব এই দুই কারণেই কমব্যাট ইউনিটটিতে নারীর সংখ্যা বেড়ে গেছে। প্রতিষ্ঠান হিসেবে সমাজের প্রাণকেন্দ্রে ইসরাইলী সামরিক বাহিনীর অবস্থান। এখানে প্রায় সব ইহুদী নাগরিককেই কাজ করতে হয়। -এএফপি
×