ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লি টাকের হ্যাটট্রিকে আবাহনীতে বিধ্বস্ত মুক্তিযোদ্ধা

প্রকাশিত: ০৬:২৮, ২০ নভেম্বর ২০১৬

লি টাকের হ্যাটট্রিকে আবাহনীতে বিধ্বস্ত মুক্তিযোদ্ধা

স্পোর্টস রিপোর্টার ॥ এক গোলে পিছিয়ে পড়েও ইংলিশ ফরোয়ার্ড লি টাকের উদ্ভাসিত হ্যাটট্রিক নৈপুণ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে সহজে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। শনিবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের খেলায় তারা জয়ী হয় ৬-১ গোলে। এই লীগে প্রথম মোকাবেলায় খেলাটি ১-১ গোলে ড্র হয়েছিল। নিজেদের পঞ্চদশ ম্যাচে এটা দশম জয় ১১ বারের লীগ চ্যাম্পিয়ন আবাহনীর। ৩৫ পয়েন্ট নিয়ে তারা শীর্ষ স্থান ধরে রেখেছে তো বটেই, অন্যদের সঙ্গে পয়েন্টের ব্যবধান সাত-এ বাড়িয়ে নিয়েছে। শনিবার খেলার ধারার বিপরীতে গোল করে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ২১ মিনিটে গোল করেন ফরোয়ার্ড বিপুল। গোলরক্ষক হিমেলকে তিনি বোকা বানান ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার ভলি শটে। ২৭ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে জোরালো শটে গোল করে আবাহনীকে সমতায় ফেরান ইংলিশ ফরোয়ার্ড লি টাক (১-১)। ৩২ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড জোনাথন ডেইড বক্সের ভেতর সানডের ক্রস থেকে দর্শনীয়ভাবে গোল করলে আবারও এগিয়ে যায় আবাহনী (২-১)। আবাহনীর জার্সিতে এটাই ছিল জোনাথনের প্রথম ম্যাচ। আর অভিষেকেই করলেন দুর্দান্ত গোল। ৬৪ মিনিটে বক্সে ঢুকে আবাহনীর সানডে ক্রস করার চেষ্টা করেন সতীর্থ লি টাকের উদ্দেশে। কিন্তু পুরোপরি সফল হননি তিনি। তার ক্রসটি মুক্তির এক ডিফেন্ডারের পায়ে লেগে বরং লি টাকের দিকেই চলে যায়। সেই বলে তীব্র গড়ানো শট নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি (৩-১)। ৮৬ মিনিটে ডি-বক্সের বাইরে সানডের কাছ থেকে বল পেয়ে মুক্তির বক্সে ঢুকে গড়ানো শটে আবারও গোল করেন টাক। জয় নিশ্চিতের পাশাপাশি নিজের হ্যাটট্রিকও পূর্ণ করে ফেলেন এই ইংলিশ ফরোয়ার্ড (৪-১)। লীগে তার ব্যক্তিগত নবম গোল। তাছাড়া লীগে এটা তার প্রথম ব্যক্তিগত হ্যাটট্রিক এবং সার্বিকভাবে লীগের দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথমটি করেছেন টাকেরই সতীর্থ নাইজিরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা। সেই সানডেও শেষ পর্যন্ত শনিবারের খেলায় দলের শেষ গোলটি করেন। ৮৯ মিনিটে বল নিয়ে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে (৫-১)। এই লীগে এটা সানডের ব্যক্তিগত ষোড়শ গোল যা এখনও সর্বোচ্চ। মেসিকে নিয়ে আশাবাদী কোচ এনরিকে স্পোর্টস রিপোর্টার ॥ দলের সেরা তারকা লিওনেল মেসির বার্সিলোনায় থাকার ব্যাপারে আশাবাদী লুইস এনরিকে। কাতালান ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্টোমেউ দুইদিন আগে গণমাধ্যমকে আশ্বস্ত করে বলেছিলেন ২৯ বছর বয়সী মেসি ন্যুক্যাম্প থেকেই নিজের ক্যারিয়ার শেষ করবেন। যদিও ক্লাবের সাথে তার মেয়াদ রয়েছে আর মাত্র ১৮ মাস। এনরিকে তাতে সমর্থন জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমিও মনে করি বার্সিলোনার সাথে মেসির সম্পর্ক আরও দীর্ঘদিন বজায় থাকবে। এটা একজন খেলোয়াড়ের জন্য অত্যন্ত আনন্দের যে খুব ছোটবেলায় যে দলটির জন্য নিজের দেশ ছাড়তে হয়েছিল সেই ক্লাবেই ক্যারিয়ার শেষ করার সুযোগ হচ্ছে। বার্সিলোনার সর্বকালের সেরা খেলোয়াড় যে মেসি এতে কোন সন্দেহ নেই। এ কারণেই ক্লাবও তাকে সেই সুযোগ দিতে চায়। আমিও তা বিশ্বাস করি।’
×