ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফুটবল উন্নয়নে কাজ করতে চান সালাউদ্দিন

প্রকাশিত: ০৬:২৮, ২০ নভেম্বর ২০১৬

ফুটবল উন্নয়নে কাজ করতে চান সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্টার ॥ ‘অনেক কথা শুনলাম, কেউ সঠিক বলেছে, ভুল তথ্যও দিয়েছে। আমি কিছু বলব না, শুধু আগামী তিন বছর কাজ করে দেখাতে চাই। এজন্য সবার সহযোগিতা চাই।’ কথাগুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের। শনিবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে ‘বাংলাদেশের ফুটবল : বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক সেমিনার আয়োজন করে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশন (বিএসজেএ)। এছাড়া বাফুফের টেকনিক্যাল এ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি প্রজেক্টরে দেখান ‘ওয়ান গেম ওয়ান ভিশন ওয়ান ড্রিম ২০২০’ শীর্ষক আগামী সাড়ে ৩ বছরের ফুটবল পরিকল্পনা। যেখানে তৃণমূল, তারকা ও আন্তর্জাতিক ফুটবলার কোচ-রেফারি উন্নয়ন, কোচিং এডুকেশন, মহিলা ফুটবলসহ অন্তত দশ বিষয়ের প্রাধান্য। সালাউদ্দিন বলেন, ‘টেকনিক্যাল ডিরেক্টর আনা হয়েছে, তিনি পরিকল্পনা করছেন। তৃণমূলে যাব, তবে জাতীয় পর্যায়েও কাজ না করলে চূড়ান্ত সাফল্য আসবে না।’ লেখকÑসংগঠক জালাল আহমেদ চৌধুরী বলেন, ‘তৃণমূলের ফুটবল সংগঠকদের নিয়ে কাজ করা উচিত।’ ফুটবল সংগঠক টাঙ্গাইলের আতিকুর রহমান বলেন, ‘এখন ছেলেরা টাকা নিয়েও খেলে না, দেশের প্রতি মমত্ব-দায়িত্ববোধ নেই তাদের।’ উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ মারুফুল হক বলেন, ‘৬ থেকে ১২ বছর বয়স পর্যায়ে কাজ করতে হবে।’ সাবেক ফুটবলার এসএম ফারুক বলেন, ‘বয়সভিত্তিক ক্লাব লীগ বা টুর্নামেন্ট করে সেখান থেকে ফুটবলার বাছাই করে প্রশিক্ষণ দিলেই তারকা তৈরি হবে।’ জ্যেষ্ঠ সাংবাদিক পবিত্র কু-ু বলেন, ‘বাংলাদেশের ফুটবলে রাজনৈতিক প্রভাব রয়েছে। মার্সেল ফুটবলে কষ্টার্জিত জয়ে সাইফ শীর্ষে স্পোর্টস রিপোর্টার ॥ ‘মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ’ ফুটবলে শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র খেলায় সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড কষ্টার্জিত জয় কুড়িয়ে নিয়েছে। ১-০ গোলে তারা হারিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। বিজয়ী দলের রহিমউদ্দিন ৮ মিনিটে জয়সূচক গোলটি করেন। এ জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো সাইফ। নিজেদের ষষ্ঠ ম্যাচে এটা তাদের তৃতীয় জয়। ১২ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় থেকে প্রথম স্থানে উঠে এলো। পেছনে ফেললো যথাক্রমে অগ্রণী ব্যাংক এবং ফকিরেরপুলকে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা পুলিশের দ্বিতীয় হার। ৮ পয়েন্ট নিয়ে তারা আছে আগের চতুর্থ স্থানেই (আট দলের মধ্যে)।
×