ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি এ্যাটলেটিকো-রিয়াল

প্রকাশিত: ০৬:৩২, ১৯ নভেম্বর ২০১৬

মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি এ্যাটলেটিকো-রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ফুটবলের ডামাডোল আপাতত শেষ। ফের শুরু হচ্ছে ক্লাব ফুটবলের জমাট লড়াই। আজ রাতেই দেখা যাবে মেসি, রোনাল্ডো, গ্রিজম্যান, বেল, বেনজামাদের চোখ ধাঁধানো পারফর্মেন্স। স্প্যানিশ লা লিগায় আজ রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। উত্তাপ ছড়ানো মাদ্রিদ ডার্বি মাঠে গড়াবে এ্যাটলেটিকোর মাঠ ভিসেন্টে ক্যালডেরনে বাংলাদেশ সময় মধ্যরাতে। মাঠে নামছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনাও। নিজেদের মাঠ ন্যুক্যাম্পে কাতালানরা আতিথ্য দেবে মালাগাকে। অপর দুই ম্যাচে লড়বে ডিপোর্টিভো লা করুনা-সেভিয়া ও এইবার-সেল্টা ভিগো। বর্তমানে ১১টি করে ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে রিয়াল আছে সবার ওপরে। দুই পয়েন্ট কম নিয়ে তারপরই আছে বার্সা। এ্যাটলেটিকো ২১ পয়েন্ট নিয়ে চারে, সমান পয়েন্ট নিয়েও গোলগড়ে পিছিয়ে পাঁচে সেভিয়া। আর তিনে ভিয়ারিয়াল, তাদের ভা-ারে জমা ২২ পয়েন্ট। এমন অবস্থায় এ্যাটলেটিকো-রিয়াল মহারণে দিয়াগো সিমিওনের দলকেই সমর্থন করছে কাতালানরা। তারা মনেপ্রাণে চাচ্ছে এ্যাটলেটিকোই যেন ম্যাচটি জেতে। এটি হলে মর্যাদার এল ক্লাসিকোর আগে বেশ ফুরফুরে থাকবে বার্সা। পয়েন্ট তালিকায়ও ওপরে উঠে যাবে লুইস এনরিকের দল। আগামী ৩ ডিসেম্বর হতে যাওয়া ‘এল ক্লাসিকো’র আগে রিয়াল-এ্যাটলেটিকো ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। এ কারণেই ম্যাচটির ওপর পাখির চোখ কাতালানদের। অবশ্য এল ক্লাসিকোর আগে তিনটি করে ম্যাচ আছে সবার। এ নিয়েই অবশ্য এখন সরগরম স্প্যানিশ সংবাদ মাধ্যম। একটি গণমাধ্যম যেমন লিখেছে, আজ নিজেদের মাঠের ম্যাচটিতে যদি এ্যাটলেটিকো জেতে, আর বার্সিলোনা নিজেদের পরের দুই ম্যাচে হারাতে পারে মালাগা ও রিয়াল সোসিয়েডাডকে, তাহলে ‘এল ক্লাসিকো’র আগে তালিকার শীর্ষে উঠে যাবে বর্তমান চ্যাম্পিয়নরাই। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়ালের সুখবর, তাদের তারকা ডিফেন্ডার ও অধিনায়ক সার্জিও রামোস ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন। ঘাতক ইনজুরির কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন স্প্যানিশ তারকা। সর্বশেষ ২৭ সেপ্টেম্বর রিয়ালের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লীগের ওই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। রামোস ছাড়াও অনুশীলনে ফিরেছেন দলের আরও কয়েকজন খেলোয়াড়। ইনজুরি থেকে সময়মতোই মুক্তি পেয়েছেন রামোস। ক্লাব অনুশীলনে কোন ধরনের সমস্যা ছাড়াই অংশ নিয়েছেন স্প্যানিশ এ ডিফেন্ডার। হ্যামস্ট্রিং সমস্যায় পড়া আরেক ডিফেন্ডার পেপেও অনুশীলনে ফিরেছেন। তবে মূল দলের সঙ্গে নয়, রিজার্ভ দলের সঙ্গেই অনুশীলন করেছেন তিনি। ইনজুরিতে পড়া দলের আরও দুই তারকা করিম বেনজামা ও ক্যাসেমিরো সুস্থ হয়ে উঠেছেন। মাট্টেও কোভাচিচ ও টনি ক্রুসও ইনডোর অনুশীলনে অংশ নিয়েছেন। এদিকে দলের সেরা তারকা লিওনেল মেসির জন্য আপীল করে সফল হতে পারেনি বার্সিলোনা। নিজেদের সবশেষ লীগ ম্যাচে বার্সার ছয়জন ফুটবলার হলুদ কার্ড দেখেন। সেভিয়ার মাঠে ২-১ গোলে জেতা ম্যাচটিতে মেসিও এ তালিকায় ছিলেন। দলের সেরা তারকার হলুদ কার্ড প্রত্যাহারে বার্সিলোনা আপীল করলেও তা আমলে নেয়নি লা লিগা কর্তৃপক্ষের আপীল কমিটি। এবার ক্রীড়া বিষয়ক স্প্যানিশ ডিসিপ্লিনারির কমিটিও কাতালানদের আবেদন নাকচ করে দিয়েছে। ফলে মেসির জন্য বার্সার দু’টি আপীলই বিফলে গেল। গত ৭ নবেম্বরের ম্যাচটিতে মেসির গোলেই সমতায় ফেরে বার্সা। পরে জয়সূচক গোলটি করেন লুইস সুয়ারেজ। ম্যাচের ৮৩ মিনিটের মাথায় সময় নষ্ট করার অজুহাতে মেসিকে হলুদ কার্ড প্রদর্শন করেন রেফারি। ওই ম্যাচে দু’দলের মোট দশজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেন।
×