ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মাতাল ইংলিশ তারকা ফুটবলার রুনির ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ০৬:৩৮, ১৮ নভেম্বর ২০১৬

মাতাল ইংলিশ তারকা ফুটবলার রুনির ক্ষমা প্রার্থনা

স্পোর্টস রিপোর্টার ॥ সময়টা মন্দ যাচ্ছে ওয়েন রুনির। অধিনায়ক হওয়ার পরও ইংল্যান্ড দলে তার জায়গা নড়বড়ে। গোলের জন্য সংগ্রাম করতে হচ্ছে তারকা এই স্ট্রাইকারকে। মেজাজি চরিত্রের জন্য এমনিতেই সমালোচনা আছে। এবার আরেক কা- করেছেন ৩১ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলার। রুনির বিরুদ্ধে অভিযোগ উঠেছে মদ খেয়ে মাতাল হওয়ার। বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ার পর ক্ষমা চেয়েছেন ইংল্যান্ড ও ম্যানইউ অধিনায়ক। সদ্যই স্কটল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৩-০ গোলের দাপুটে জয়ের পর নৈশ পার্টিতে যোগ দেন ইংল্যান্ড দলের ফুটবলাররা। সেই রাতেই এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দেন রুনিসহ আরও অনেকে। কিন্তু অভিযোগ ওঠে ওই অনুষ্ঠানে রুনি গিয়েছিলেন মদ খেয়ে মাতাল হয়ে। সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে। যা এখন মিডিয়ার হটকেক। এ নিয়ে বেশ বিব্রতকর অবস্থার মধ্যে আছেন ক্ষ্যাপাটে রুনি। অনাকাক্সিক্ষত বিষয়টি নিয়ে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মুখপাত্র জানান, পত্রিকায় প্রকাশিত ছবিটির জন্য ওয়েন রুনি দুঃখিত। যদিও সেটি তার অবকাশ যাপনকালীন একটি ছবি। তারপরও সে স্বীকার করেছে তার অবস্থানের কোন ব্যক্তির এমন ছবি প্রকাশ বেমানান। এজন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন রুনি। ইংল্যান্ডের ভারপ্রাপ্ত কোচ গ্যারেথ সাউথগেটের সঙ্গে রুনির সম্পর্ক খুব একটা ভাল না বলে গুঞ্জন আছে। যার প্রমাণও মিলছে। সাউথগেট ইংল্যান্ডের কোচের দায়িত্ব নেয়ার পর থেকে রুনির সেরা একাদশে জায়গা টলমলে। এমন অবস্থায় মদও পান করার বিষয়টি রুনিকে আরও বিপাকে ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। কেননা ইংল্যান্ড কোচ হিসেবে সাউথগেটের চাকরিটা পাকা হতে চলেছে। দায়িত্ব নেয়ার পর থেকেই দারুণ ছন্দে আছে ফুটবলের জনকরা। এ কারণে ইংল্যান্ডের ফুটবল কর্তারা নাকি নীতিগতভাবে সম্মত হয়েছেন, সাউথগেটকে পূর্ণকালীন দায়িত্ব দিতে। সেটা হলে রুনির আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত কি হয় সেটা দেখার আছে বৈকি। ক্লাব দল ম্যানইউতেও যে ভাল অবস্থা তা নয়। কোচ জোশে মরিনহো তার ওপর আস্থা রাখতে পারছেন না। কিন্তু এতে দমে যাচ্ছেন না ৩১ বছর বয়সী এই ফুটবলার। বরং ওয়েলশ কিংবদন্তি রায়ান গিগসের নিকট থেকে অনুপ্রেরণা খুঁজছেন তিনি। এ প্রসঙ্গে কিছুদিন আগে রুনি বলেন, এই অবস্থা আমাকে মেনে নিতেই হবে। আর সেটা কাটিয়ে ওঠার যথেষ্ট বয়সও হয়েছে আমার। নিজের ওপর বিশ্বাস রাখি। এই অবস্থা থেকে অব্যশই প্রত্যাবর্তন সম্ভব। এখন সবেমাত্র আমার বয়স ৩১ বছর। ৩৫-৩৬ হলে তবুও না হয় বিষয়টি (অবসর) নিয়ে ভাবা যেত। বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায় জানিয়ে ইংলিশ তারকা বলেন, রায়ান গিগস ১৮ বছর বয়সে যেমন খেলোয়াড় ছিলেন, ৩০-এ নিশ্চয় তেমন ছিলেন না। কিন্তু উনি থেমে যাননি, ৪০ বছর পর্যন্ত খেলেছেন। অবশ্য খেলা চালিয়ে যাওয়ার জন্য ওনার খেলার ধরনে কিছুটা পরিবর্তন আনতে হয়েছিল, আশা করছি আমার ক্ষেত্রেও তেমনটি ঘটবে। তবে তিনি স্বীকার করেন ব্যক্তিগতভাবে কঠিন সময় পার করছেন। অবশ্য রুনি আগেই জানিয়ে রেখেছেন, ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবল খেলেই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রুনি ২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলছেন। এখন পর্যন্ত ১১৯ ম্যাচে রুনি গোল করেছেন ৫৩টি।
×