ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাগ্য পরিবর্তনের লড়াই মাশরাফির কুমিল্লার

প্রকাশিত: ০৬:৩৭, ১৮ নভেম্বর ২০১৬

ভাগ্য পরিবর্তনের লড়াই মাশরাফির কুমিল্লার

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকায় প্রথমপর্বে টানা চার ম্যাচ হেরেছে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট টেবিলের তলানিতে আছে তারা একমাত্র দল হিসেবে কোন ম্যাচই না জিতে। এরমধ্যে আবার ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষের সঙ্গে দলের সমন্বয় নিয়ে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মতানৈক্যও হয়েছে। সবমিলিয়ে বিপর্যস্ত কুমিল্লার এবার নতুন করে শুরুর মিশন বন্দরনগরী চট্টগ্রামে। আজ সন্ধ্যা পৌনে ৬টায় তারা মুখোমুখি হবে দারুণ ছন্দে থাকা রংপুর রাইডার্সের। দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস মোকাবেলা করবে রাজশাহী কিংসের। নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেও ভাগ্য পরিবর্তন হয়নি চিটাগাংয়ের। বৃহস্পতিবার চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটসের কাছে ১৯ রানে হেরেছে। এটি ছিল পঞ্চম ম্যাচে চিটাগাংয়ের টানা চতুর্থ পরাজয়। ২ পয়েন্ট নিয়ে তারা শুধু এখনও জয়ের মুখ না দেখা কুমিল্লার চেয়ে এক ধাপ ওপরে অবস্থান করছে। ১৪৮ রানই ছুঁতে পারেনি তারা। অধিনায়ক তামিম যদিও ২৬ রান করেছেন কিন্তু ঢাকার শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে গতিটা দ্রুত ছিল না। মিডলঅর্ডারে মাহমুদুল হাসানের ২০ রান ছাড়া আর কোন ব্যাটসম্যানের কাছ থেকে বড় কোন ইনিংস আসেনি। চলতি আসরের শুরু থেকেই ব্যাটিং নিয়ে দলটি বেশ সমস্যার মধ্যে আছে। স্বাগতিক হিসেবে সাগরিকাতেও সেটা অব্যাহত থাকল। বোলাররা দারুণ বোলিং করলেও ব্যাটিং ব্যর্থতায় আবার ভরাডুবি হয়েছে। ক্রমেই প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে শুরু করেছে চিটাগাং। সাগরিকায় তাদের ভাগ্য ফেরানোর দারুণ সুযোগ থাকলেও প্রথম ম্যাচে সেটা হলো না। অন্য দলগুলোর চেয়ে সর্বাধিক ৪ ম্যাচ তারা খেলবে চট্টগ্রাম পর্বে। আরও তিনটি ম্যাচ আছে তামিমদের ঘুরে দাঁড়িয়ে ভাল একটা অবস্থানে যাওয়ার। আজ আরেকটি সুযোগ জয়ের ধারায় ফেরার। কারণ প্রতিপক্ষ রাজশাহী কিংসও তেমন সুবিধাজনক অবস্থায় নেই। তারা ৩ ম্যাচ খেলে মাত্র একটি জয় তুলে নিয়েছে। ২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম অবস্থানে। অবশ্য দুর্ভাগ্যই বলতে হবে রাজশাহীর। কারণ দুটি ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়ে সেটা হাতছাড়া করেছে তারা। ঢাকা পর্বে খুলনা টাইটান্সের কাছে ৩ রানে এবং বরিশাল বুলসের কাছে ৪ রানের দুটি আক্ষেপের পরাজয় সঙ্গী হয়েছে তাদের। অবশ্য অন্যতম ব্যাটসম্যান সাব্বির রহমান আছেন ফর্মের তুঙ্গে। চট্টগ্রামের বোলারদের জন্য কঠিন পরীক্ষা হবে সাব্বিরের বিধ্বংসী ব্যাটিং। তাকে ঠেকানোর পরিকল্পনাই থাকবে চিটাগাংয়ের। দু’দলই আজ জয়ের ধারায় ফেরার লক্ষ্যে মাঠে নামবে। দিনের প্রথম ম্যাচের দিকেই অবশ্য দৃষ্টি থাকবে সবার। কারণ মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স আছে দারুণ বাজে অবস্থায়। এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি গত আসরের চ্যাম্পিয়নরা। বিপর্যস্ত দলটিকে নিয়ে অনেক আগেই মাশরাফি বলেছিলেন সঠিক সমন্বয় খুঁজে পেতে হিমশিম খাচ্ছে দলের ম্যানেজমেন্ট। কিন্তু থলের বিড়াল বেরিয়ে আসে ঢাকায় প্রথমপর্বের শেষভাগে। ১৪ নবেম্বর ঢাকা পর্বের শেষদিন মালিকপক্ষের সঙ্গে মতানৈক্যে টিম হোটেল ত্যাগ করে নিজ বাসায় ফিরে গিয়েছিলেন অধিনায়ক মাশরাফি। তিনি অভিযোগ করেন ফ্র্যাঞ্চাইজিরা নিজেদের পছন্দ মতো স্কোয়াড চাপিয়ে দিচ্ছেন। আর সে কারণে দলকে সঠিকভাবে নেতৃত্ব দেয়া কঠিন হয়ে গেছে। আর সেদিন সন্ধ্যায়ই ম্যাচ ছিল কুমিল্লার। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটি খেলেছেন মাশরাফি। তবে দলের মধ্যে সুসংবদ্ধতা যে বিনষ্ট হয়েছে সেটাই প্রমাণ হয়ে গিয়েছিল। ব্যাটে-বলে দলটির কেউ এখন পর্যন্ত আহামরি কোন নৈপুণ্য দেখাতে পারেননি। দলগতভাবেও জ্বলে উঠতে ব্যর্থ হয়েছে কুমিল্লা। এমনকি মাশরাফিও বোলিংয়ে তেমন সুবিধা করতে পারছেন না। এবার বিপর্যস্ত সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই মাশরাফি ও তার দলের। তবে উজ্জীবিত রংপুর রাইডার্সের বিরুদ্ধে সেটা কঠিনই হবে। কারণ ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে দুটিতেই জয় তুলে নিয়েছে রংপুর। একটিমাত্র ম্যাচ হেরেছে তারা। দলটির মূল শক্তি স্পিন আক্রমণে। আরাফাত সানি, সোহাগ গাজী ও শহীদ আফ্রিদি দারুণ ফর্মে আছেন। ব্যাটিং নিয়ে কিছুটা সমস্যায় থাকলেও বোলিং দিয়ে সেটা আড়াল করেছে রংপুর। অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান সৌম্য সরকার এখন পর্যন্ত ব্যর্থ। তারও নিজেকে ফিরে পাওয়ার লড়াই। তবে দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড মিলার দলে যোগ হওয়াতে ব্যাটিং শক্তি বেড়েছে তাদের। নিজেদের অবস্থান ওপরে নিয়ে যাওয়ার সার্বিক প্রচেষ্টাই করবে আজ তারা।
×