ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আনোয়ার চৌধুরীর ওপর হামলা ॥ আপীলের সারসংক্ষেপ জমার নির্দেশ

প্রকাশিত: ০৮:৩৬, ১৬ নভেম্বর ২০১৬

আনোয়ার চৌধুরীর ওপর হামলা ॥ আপীলের সারসংক্ষেপ জমার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় আপীলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে আসামি ও রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে আপীল বিভাগ। দুর্নীতির মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আপীলের শুনানি পিছিয়ে ৩০ নবেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। অবসর নেয়ার ছয় মাস পেরিয়ে যাওয়ার পরও বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব শিক্ষক অবসরকালীন সুবিধা পাননি, তাঁদের তালিকা করে তিন মাসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের বেঞ্চ এ আদেশ প্রদান করেছেন। বেসরকারী মেডিক্যাল কলেজে বিদেশী শিক্ষার্থী ভর্তিতে ৫০ শতাংশ কোটা সংরক্ষণ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এদিকে দুর্নীতির মামলায় ৩ বছরের কারাদ-ের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপীল করেছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি। সুপ্রীমকোর্টের এক আইনজীবী গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জন্য অধিগ্রহণ করা জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের কার্যক্রম কোন ক্ষমতাবলে করা হয়েছে, তা জানতে চেয়ে আইনী নোটিস পাঠিয়েছেন প্রশাসনকে। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় আপীলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে আসামি ও রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে আপীল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপীল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আপীল শুনানি পিছিয়েছে ॥ দুর্নীতির মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আপীলের শুনানি পিছিয়ে ৩০ নবেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মোঃ রুহুল কুদ্দুসের হাইকোর্টের একক বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। তালিকা দাখিলের নির্দেশ ॥ অবসর নেয়ার ছয় মাস পেরিয়ে যাওয়ার পরও বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব শিক্ষক অবসরকালীন সুবিধা পাননি, তাঁদের তালিকা করে তিন মাসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রিটায়ারমেন্ট বেনিফিট বোর্ডের চেয়ারম্যান, সদস্য সচিব ও বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (শিক্ষক ও কর্মচারী) ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সচিবকে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বদির আপীল ॥ দুর্নীতির মামলায় ৩ বছরের কারাদ-ের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপীল করেছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি। সম্পদের তথ্য গোপনের দায়ে গত ২ নবেম্বর এমপি আবদুর রহমান বদিকে ৩ বছরের কারাদ-াদেশ দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত। একই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদ-াদেশ পেয়েছেন তিনি। লিগ্যাল নোটিস ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জন্য অধিগ্রহণ করা জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের কার্যক্রম কোন ক্ষমতাবলে করা হয়েছে, তা জানতে চেয়ে আইনী নোটিস পাঠানো হয়েছে প্রশাসনকে। একই সঙ্গে গত ৬ নবেম্বর ওই জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের সময় তাদের ওপর হামলা, তাদের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ, হত্যায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, নোটিসে তাও প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে। সাঁওতাল দ্বিজেন টুডোর স্ত্রী অলিভিয়া হ্যামভ্রম এবং গণেশ মুরমোর স্ত্রী রুমিলা কিসকুর পক্ষে সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া মঙ্গলবার ডাকযোগে এ নোটিস পাঠান।
×