ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাভিয়ের-মেদভেদেভার চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৬:২২, ১৪ নভেম্বর ২০১৬

জাভিয়ের-মেদভেদেভার চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ গ্ল্যামারাস স্পোর্টসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফিগার স্কেটিং। বিশ্বের অনেক দেশেই খেলাটি অত্যন্ত জনপ্রিয়। শুধু বরফ শীতল আবহাওয়া আছে যেসব দেশে সেখানেই এ ক্রীড়াটি অনুষ্ঠিত হয়ে থাকে। ১৯ দেশের অংশগ্রহণে ফ্রান্সের প্যারিসে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ফিগার স্কেটিংয়ের আসর ‘২০১৬ ট্রফি ডি ফ্রান্স।’ প্রতিযোগিতায় ৪টি ইভেন্ট আছে। এগুলো হলো- ম্যান, লেডিস, পেয়ারস ও আইস ড্যান্সিং। এই আসরটি হচ্ছে প্যারিসেই আগামী ৮-১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘আইএসইউ গ্রাঁপ্রি অব ফিগার স্কেটিংয়ে’র রিহার্সাল টুর্নামেন্ট। ট্রফি ডি ফ্রান্সে অংশ নিয়ে যেসব প্রতিযোগী প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করতে পারেন, তারাই খেলতে পারবেন আইএসইউ গ্রাঁপ্রিতে। আর তাতে পুরুষ এবং মহিলা বিভাগে প্রয়োজনীয় পয়েন্ট পেয়ে বা চ্যাম্পিয়ন হয়ে যোগ্যতা অর্জন করেছেন যথাক্রমে স্পেনের জাভিয়ের হার্নান্দেজ এবং রাশিয়ার ইভজেনিয়া মেদভেদেভা। দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভিয়ের এর আগে গ্রাঁপির আসরে দু’বার রৌপ্যপদক জিতেছিলেন (বার্সেলোনাতে ২০১৪ ও ২০১৫ সালে)। ট্রফি ডি ফ্রান্স আসরে জাভিয়ের মোট ২৮৫.৩৮ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক অর্জন করেন। ২৬৯.২৬ পয়েন্ট পেয়ে রৌপ্য জেতেন কাজাখস্তানের দেনিস তেন। আর তাম্রপদক লাভ করেন যুক্তরাষ্ট্রের এ্যাডাম রিপন। তার পয়েন্ট ২৬৭.৫৩। এই তিনজনই লাভ করেন অনুষ্ঠিতব্য গ্রাঁপ্রির মূলপর্বে খেলার টিকেট। এই আসরের আগের দু’আসরেই চ্যাম্পিয়ন হয়েছিলেন জাভিয়ের। এবার তার সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি। এ প্রসঙ্গে তার প্রতিক্রিয়া, ‘যেখানে ব্যাক টু ব্যাক শিরোপা জেতাই কঠিন, সেখানে হ্যাটট্রিক করাটা নিঃসন্দেহে আরও কঠিন। তারপরও আমি চেষ্টা করব।’ এদিকে ২২১.৫৪ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক করায়ত্ত করেছেন রুশকন্যা মেদভেদেভা। ২০০.৩৫ পয়েন্ট নিয়ে রৌপ্য জিতেছেন তারই স্বদেশী মারিয়া সোতস্কোভা। ১৯৪.৪৮ পয়েন্ট নিয়ে তাম্রপদক জিতেছেন জাপানের ওয়াকাবা হিগুচি। প্রথম হয়েও নিজের নৈপুণ্যে সন্তুষ্ট নন মেদভেদেভা, ‘এটা আমার সেরা নৈপুণ্য নয়, যেটা আমি দেখাতে পারিনি।’ জাভিয়েরের মতো মেদভেদেভাও গ্রাঁপি আসরে স্বর্ণ জিতেছেন ২০১৫ সালে। তার সামনে শিরোপা অক্ষুণœ রাখার চ্যালেঞ্জ। ষোড়শী এবং ৫ ফুট আড়াই ইঞ্চির সুদর্শনা স্কেটার মেদভেদেভা বর্তমানে মহিলাদের মধ্যে বিশ্বের এক নম্বর ফিগার স্কেটার। এ পর্যন্ত তিনি আন্তর্জাতিক সর্বোচ্চ পর্যায়ে জিতেছেন সাত পদক, যার পাঁচটিই সোনা।
×