ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিপুল অস্ত্র উদ্ধার

যুবলীগ নেতার বালুমহালে অভিযান, নিহত ১

প্রকাশিত: ০৮:৪৪, ১৩ নভেম্বর ২০১৬

যুবলীগ নেতার বালুমহালে অভিযান, নিহত ১

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ও দাউদকান্দি, ১২ নবেম্বর ॥ কুমিল্লার মেঘনা নদীতে যুবলীগ নেতার বালুমহালে পুলিশী অভিযানে বালুদস্যুদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ, গোলাগুলির ঘটনায় এক বালুদস্যু নিহত এবং তিন পুলিশ সদস্য আহত হয়েছে। এতে দুই বালুদস্যু আটক এবং ৩টি স্পীডবোট, ছোটবড় ৩টি এলজি, ১টি পিস্তল, ৭টি তাজা ককটেল, ৪টি হেলমেট, ১০টি লাইফ জ্যাকেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় এই অভিযান চালানো হয়। আটক বালুদস্যু মোঃ জুয়েল মিয়া (২৮) মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে ও মোঃ রবিউল (২৪) ওই গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে। এদিকে কালাপাহারিয়া গ্রামের মৃত তাজিম সরকারের ছেলে মোঃ ডালিমকে (২৪) গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন । থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম স্বপনের বালুমহালে বালু উত্তোলনে হোমনা থানা পুলিশ বাধা প্রধান করলে বালুদস্যুদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের ওপর অতর্কিত গুলি ও ককটেল বর্ষণে কনস্টেবল মোঃ জামাল মোল্লা, ওয়াহিদ মিয়াসহ ৩ জন গুরুতর আহত হয়। এ সময় পুলিশের পাল্টাগুলিতে ডালিম নিহত হয়। পরে বালুদস্যুরা ঘটনাস্থল ত্যাগ করলে পুলিশ তিনটি স্পীডবোট নিয়ে আসতে চাইলে পুনরায় বালুদস্যুরা হামলা চালায়। এ সময় পুলিশের কাছে দুই বালুদস্যু আটক হয়। পরে থানায় নিয়ে এসে স্পীডবোট তল্লাশি করে আগ্নেয়াস্ত্রসহ মালামাল পাওয়া যায়।
×