ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পিছিয়ে পড়েও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স, যুক্তরাষ্ট্রকে নাটকীয়ভাবে হারাল মেক্সিকো

ইতিহাস গড়ে বিশ্বকাপ বাছাইয়ে জয় ইংল্যান্ডের

প্রকাশিত: ০৬:৪৬, ১৩ নভেম্বর ২০১৬

ইতিহাস গড়ে বিশ্বকাপ বাছাইয়ে জয় ইংল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছে ইংল্যান্ড। শুক্রবার ঐতিহ্যবাহী ওয়েম্বলী স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে। সেইসঙ্গে রাশিয়া বিশ্বকাপের আরও কাছাকাছি পৌঁছে গেছে ইংল্যান্ড। লিভারপুলের দুই তারকা ড্যানিয়েল স্টারিজ ও এ্যাডাম লালনা এবং চেলসির গ্যারি কাহিল করেন গোল তিনটি। স্কটল্যান্ডের বিপক্ষে এটাই ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বড় জয়। এই জয় অন্তর্বর্তীকালীন কোচ গ্যারেথ সাউথগেটকে স্থায়ী কোচ হওয়ার দৌড়েও অনেক এগিয়ে রাখবে। ইউরোপিয়ান বাছাইপর্বে ‘এফ’ গ্রুপের দল ইংল্যান্ড। প্রথম চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে অবস্থান করছে থ্রি লায়ন্সরা। সেøাভাকিয়ার বিপক্ষে গত ম্যাচে জয় দিয়ে ইংল্যান্ডের কোচ হিসেবে অভিষেক হয়েছিল স্যাম এ্যালারডাইসের উত্তরসূরি সাউথগেটের। সেøাভেনিয়ার বিপক্ষে ড্রয়ের পর এই জয় ইংলিশদের বাড়তি উদ্দীপনা যোগাচ্ছে। ইংল্যান্ডের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সেøাভেনিয়া। এদিন মাল্টার বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে জয়ী হয়েছে তারা। অন্যদিকে লিথুনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দুই পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে সেøাভাকিয়া। এদিকে ইংল্যান্ডের চেয়ে ৬ পয়েন্ট পিছনে রয়েছে স্কটিশরা। যে কারণে শেষ ম্যাচের পরাজয় স্কটল্যান্ডের রাশিয়ায় যাওয়ার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে। এদিকে স্টাডে ডি ফ্রান্সে সুইডেনকে আতিথ্য দেয় ফ্রান্স। তবে ফুটবলীয় লড়াইকে ছাপিয়ে অনেকটাই আবেগকেই সামনে নিয়ে এসেছিল এই ম্যাচ। কেননা ঠিক বছরখানেক আগে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন মানুষের প্রাণহানির শোক এখনও যে কাটিয়ে উঠতে পারেনি প্যারিসবাসী। তবে পিছিয়ে পড়েও সুইডেনের বিপক্ষে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। ফ্রান্স এদিন ২-১ গোলে হারিয়েছে সফরকারীদের। এই জয় স্বাগতিকদের কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। হামলার রাতে এই স্টেডিয়ামেই ফ্রান্সের মুখোমুখি হয়েছিল জার্মানি। কিন্তু সেই প্রীতি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাইরে তিনটি আত্মঘাতী বোমা হামলার আকস্মিকতায় সকলে হতবিহ্বল হয়ে পড়ে। এরপরই বন্ধ হয়ে যায় ম্যাচটি। শুক্রবার সুইডেনের বিপক্ষে ম্যাচকে ঘিরে তাই ফ্রান্সে ছিল বাড়তি নিরাপত্তা। এই ম্যাচে উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্র্যানকোয়িস হল্যান্ডে। জার্মানির বিপক্ষে ম্যাচটিতেও তিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। এমিল ফোর্সবার্গের গোলে দ্বিতীয়ার্ধের শুরুতে সুইডেন এগিয়ে যাবার পর পল পোগবা ও দিমিত্রি পায়েতের গোলে ফ্রান্সের জয় নিশ্চিত হয়। এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ এ থেকে শীর্ষস্থান ধরে রেখেছে ফরাসীরা। ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুইডেন। রবিবার লুক্সেমবার্গে জয়ী হতে পারলে হল্যান্ডের পয়েন্ট হবে সাত।
×