ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এলিয়টের সতর্ক বার্তা

প্রকাশিত: ০৬:৪৫, ১৩ নভেম্বর ২০১৬

এলিয়টের সতর্ক বার্তা

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে গত দুই বছর বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে। হারিয়েছে বড় বড় সব দলকে। ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর দিয়ে এবার বিদেশে নিজেদের সামর্থ্য প্রমাণের পালা। আর বিরূপ কন্ডিশনে কিউইদের মোকাবেলা করা টাইগারদের জন্য মোটেই সহজ হবে না বলে মনে করছেন দেশটির তারকা অলরাউন্ডার গ্রান্ট এলিয়ট। তিনি বলেন, ‘ট্রেন্ট বোল্ট আর টিম সাউদি কিউই দলের সেরা পেসার। আরও একাধিক দ্রুতগতির বোলার আছে। তাদের কথা মাথায় রেখেই সবুজ উইকেট করবে নিউজিল্যান্ড। যেখানে বাংলাদেশী ব্যাটসম্যানদের সুইং এবং বাউন্সের মোকাবেলা করতে হবে।’ এছাড়াও নিউজিল্যান্ডের মাটিতে টাইগার স্পিনাররা খুব একটা সুবিধা পাবে না বলেও ইঙ্গিত দেন এলিয়ট, ‘উইকেট সবুজ হলে স্পিনাররা খুব বেশি সুবিধা পাবে না। সেক্ষেত্রে সাকিব-মিরাজদের উইকেট পেতে কষ্টই হবে।’ তবে বাংলাদেশ দলে অনেক ক্রিকেটার আছে যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কিউইরা তাই তামিম ইকবাল-সাকিব আল হাসানদের মোটেই হালকাভাবে নেবে না বলে জানিয়েছেন তিনি।
×