ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হাসিনার আমন্ত্রণ

ট্রাম্পকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ০৫:৪৭, ১০ নভেম্বর ২০১৬

ট্রাম্পকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্টাফ রিপোর্টার ॥ অভিনন্দনের জোয়ারে ভাসছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবর নিশ্চিত হবার সঙ্গে সঙ্গে বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন তাকে। অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এছাড়াও স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও ট্রাম্পকে অভিনন্দন জানানো হয়েছে। এক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র্র শান্তি ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, ডোনাল্ড ট্রাম্পের সময় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে আগামী ৪ বছরের জন্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বুধবার এক অভিনন্দন বার্তায় ট্রাম্পের নেতৃত্ব গুণের প্রশংসা করে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিজেদের যে উন্নয়ন ঘটিয়েছে, তা দেখতে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ট্রাম্পকে অভিনন্দন বার্তায় শেখ হাসিনা লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ই আপনার অনন্য সাধারণ নেতৃত্বগুণ এবং আমেরিকার জনগণ ও বিশ্ব মানবতার সেবা করার যোগ্যতার প্রমাণ। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিতে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য আরও নিরাপদ ও শন্তিপূর্ণ একটি বিশ্ব গড়ে তুলতে ট্রাম্পের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথাও শেখ হাসিনা তার বার্তায় জানান। তিনি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং যুক্তরাষ্ট্র্রের অব্যাহত শান্তি ও সমৃৃদ্ধির প্রত্যাশার কথা অভিনন্দন বার্তায় জানান। স্পীকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় স্পীকার বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আরও উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে এবং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় হবে। ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। অভিনন্দন বার্তায় খালেদা জিয়া বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকানকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এ বিজয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আরও মজবুত করবে এবং সে দেশের সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষা পূরণে সহায়ক হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র চর্চার পথ সুগম করবে ডোনাল্ড ট্রাম্পের এই অভূতপূর্ব ঐতিহাসিক বিজয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার এক অভিনন্দন বার্তায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি আশা করি, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে। বার্তায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এ বিজয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক খাতসহ বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা দানে নতুন প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, আমেরিকান ভোটারদের সিদ্ধান্তে পরিবর্তনের পক্ষে আপনার জয় লাভের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক অভিনন্দন বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ভারসাম্যপূর্ণ, শান্তিপূর্ণ বিশ্ব পরিস্থিতি তৈরির জন্য কাজ করবেন। তারা বলেন, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাবেন।
×