ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাস্তার ধারের গাছ কেটে সাবাড়

প্রকাশিত: ০৪:১১, ৯ নভেম্বর ২০১৬

রাস্তার ধারের গাছ কেটে সাবাড়

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৮ নবেম্বর ॥ পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নে ফকিরহাট-নাকাইহাট রাস্তার দু’ধারে প্রায় ৩শ’ গাছ কেটে নিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। গত কয়েকদিনে সাবেক ইউপি সদস্য আলাল আকন্দের নেতৃত্বে এগাছগুলো কাটা হয়। উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করা হলেও তারা এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। স্থানীয় ‘কৃষি উন্নয়ন সমবায় সমিতি’র সভাপতি আলাল আকন্দ বলেন, ১৫ বছর আগে তারা ওইসব গাছ রাস্তার ধারে রোপণ করেছিল। এখন সেই গাছগুলো বড় হওয়ায় সেগুলো বিক্রির জন্য কাটছেন। তবে এলাকাবাসী জানান, ওই সমিতির এখন কোন অস্তিত্ব নেই। আলাল মেম্বার ও তার সহযোগীরা মোটা অংকের টাকা হাতিয়ে নিতে স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে যোগসাজশে তড়িঘড়ি করে গাছগুলো কেটে ফেলেন। জানা গেছে, সামাজিক বনায়ন কর্মসূচীর আওতাধীন গাছ কাটার ক্ষেত্রে যেসব নিয়ম কানুন মানা হয় তার কিছুই এক্ষেত্রে অনুসারণ করা হয়নি। গাছ কাটার ক্ষেত্রে সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় চেয়ারম্যানের সুপারিশে তা উপজেলা বন ও পরিবেশ কমিটিতে অনুমোদনের জন্য পাঠাতে হয়। সেখানে বিভিন্ন প্রক্রিয়া শেষে জেলা কমিটির অনুমোদন ও মূল্য নির্ধারণ করার নিয়ম। এ ব্যাপারে পবনাপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম ম-লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউনিয়ন পরিষদ থেকে গাছ কাটার ব্যাপারে পলাশবাড়ী ইউএনও অফিসে অনুমোদনের জন্য সুপারিশ পাঠানো হয়েছে। কিন্তু এখনও তার অনুমোদন মেলেনি। তাকে গাছ কাটার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আলাল মেম্বাররা গাছ কাটছে। কিভাবে তারা কাটছে তা তিনি জানেন না। যোগসাজশের বিষয়টি তিনি অস্বীকার করেন। মহিলাদের ধাওয়ায় সন্ত্রাসীর পলায়ন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মঙ্গলবার সকালে যশোর শহরের রায়পাড়া তুলোতলা এলাকার মহিলারা রমজান আলী (২০) নামে এক সন্ত্রাসীকে ধাওয়া করে। ওই সময় রমজান তার কাছে থাকা একটি ওয়ান শূটারগান ও এক রাউন্ড গুলি ফেলে পালিয়ে যায়। পুলিশ অস্ত্র উদ্ধার এবং রমজানকে আটকে অভিযান চালাচ্ছে। স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে তুলোতলা এলাকায় সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রুপের রমজান প্রতিপক্ষ গ্রুপের রনিকে (১৯) অস্ত্র বের করে গুলি করে। কিন্তু গুলি বের না হওয়ায় স্থানীয় মহিলারা রমজানকে ধাওয়া করে। সে ওইসময় তার অস্ত্র আওয়ামী লীগ নেতা ইউনুস আলীর বাড়ির পাশে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বায়েজিদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। স্থানীয়রা জানায়, ভাইপো রাকিব গ্রুপের সন্ত্রাসী রমজান, ফজের আলীর ছেলে রনি ও বাপ্পী মিয়ার ছেলে শাওন সোমবার সন্ধ্যায় রায়পাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে শাহিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করায় ওইসময় তার কাছ থেকে একটি মোবাইল সেট এবং প্রায় সাত শ’ টাকা ছিনিয়ে নেয়। রওশন বাবুর ছেলে রনি সোমবারের ঘটনার বিষয়ে রমজানকে জিজ্ঞাসা করে। ওইসময় ক্ষিপ্ত হয়ে রমজান অস্ত্র বের করে তাকে গুলি করতে যায়।
×