ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাকা অভিমুখে কুর্দি-আরব জোটের অভিযান

প্রকাশিত: ০৪:০১, ৯ নভেম্বর ২০১৬

রাকা অভিমুখে কুর্দি-আরব জোটের অভিযান

জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দুটি শক্ত ঘাঁটি দখলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সিরিয়ায় আইএসের রাজধানী রাকার সন্নিকটে অভিযান চালিয়েছে মার্কিন সমর্থিত কুর্দি-আরব জোট বাহিনী। অপর দিকে ইরাকী বাহিনী মসুলের কাছে একটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নিয়েছে। খবর এএফপির। দীর্ঘ প্রতীক্ষিত রাকা পুনর্দখলের অভিযান শুরুর ঘোষণা রবিবার দেয়ার পর সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) জোট বলেছে, আইএসের তীব্র প্রতিরোধ সত্ত্বেও তারা শহরের দক্ষিণ দিকে অগ্রসর হয়েছে। এদিকে মসুলের দক্ষিণের শহর হামাম আল-আলিল আইএসের কাছ থেকে পুনর্দখল করেছে ইরাকী বাহিনী। যা তিন সপ্তাহের অভিযানের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ইরাকী বাহিনী সোমবার বলেছে, তারা ওই এলাকায় একটি গণকবর খুঁজে পেয়েছে। এতে শিরñেদ করা প্রায় একশ’টি মৃতদেহ ছিল। সিরিয়া ও ইরাকে আইএসের নিয়ন্ত্রণে থাকা শেষ গুরুত্বপূর্ণ শহর রাকা ও মসুল। এসডিএফের নারী মুখপাত্র জিহান শেখ আহমেদ বলেছেন, ব্যাপক সংঘর্ষেও মধ্যেই জোট বাহিনী রাকার দিকে দুটি ফ্রন্টে এগিয়েছে। আইন ইসা ও সুলুক শহর থেকে রাকার দক্ষিণ দিকে অন্তত ১০ কিলোমিটার অগ্রসর হয়েছে এসডিএফ যোদ্ধারা। উভয় ক্ষেত্রেই রাকা থেকে বেশ দূরে রয়েছে এসডিএফ। জিহান বলেন, পরিকল্পনা অনুযায়ীই হামলা চলছে। এসডিএফ অন্তত ১০টি গ্রাম দখল করেছে। শহরটি পুনর্দখলের অভিযানের নাম দেয়া হয়েছে, ‘রথ অব দ্য ইউফ্রেটিস’। এসডিএফের ৩০ হাজার এবং কুর্দি ওয়াইপিজির ২৫ হাজার যোদ্ধা এতে অংশ নিয়েছে। আর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী বিমান হামলা চালিয়ে তাদের আকাশ থেকে সুরক্ষা দেবে। কর্মকর্তারা হঁশিয়ার করে বলেছেন, এই অভিযান দীর্ঘ মেয়াদী ও কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক এসডিএফ কমান্ডার বলেছেন, আইএস তার প্রিয় কৌশল নিয়ে যুদ্ধে ফিরেছে। তারা জোট বাহিনীর দিকে বিস্ফোরক ভর্তি গাড়িতে আত্মঘাতী হামলাকারী পাঠাচ্ছে। তিনি বলেন, আইএস আত্মঘাতী গাড়ি হামলাকারী পাঠাচ্ছে। কিন্তু জোটের বিমান ও আমাদের ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র তাদের কার্যকারিতা কমিয়ে দিচ্ছে।
×