ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আজ থেকে শুরু বিপিএল চতুর্থ আসর

প্রকাশিত: ০৫:৪৯, ৮ নভেম্বর ২০১৬

আজ থেকে শুরু বিপিএল চতুর্থ আসর

মোঃ মামুন রশীদ ॥ শুরুটা আরও চারদিন আগেই হয়েছিল। এমনকি টসও হয়েছিল। এরপর বৃষ্টির হানায় কোন বলই মাঠে গড়ায়নি। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘নাদা’র প্রভাবে সৃষ্ট লুঘচাপে বৃষ্টি অব্যাহত থাকার ফলে খেলা হয়নি আরও দু’দিন। তিনদিনের বিরতির খেলাগুলো নতুন সময়সূচী দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরের গবর্নিং কাউন্সিল। তাই আজ থেকে নতুন করে শুরু হচ্ছে বিপিএল। প্রথম দিনে দেশের চার শীর্ষ তারকা পরস্পরের মুখোমুখি হচ্ছেন। দিনের প্রথম ম্যাচে মাশরাফি বিন মর্তুজার দল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলবে তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের বিপক্ষে। ম্যাচটি দুপুর ২টায় শুরু হবে। আর সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহীমের দল বরিশাল বুলস মোকাবেলা করবে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের। চার অধিনায়কই জয় দিয়ে ভাল শুরুর প্রত্যয় জানিয়েছেন। ডায়নামাইটের অধিনায়ক সাকিব মনে করেন তিনদিনের বিরতি ক্রিকেটারদের কাজে লেগেছে। কারণ, যারা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত ছিলেন তাদের বিশ্রাম হয়েছে। এ বিষয়ে সাকিব বলেন, ‘নিজেদের বোঝার সুযোগ হয়েছে। দলে আরও সংঘবদ্ধতা বাড়বে। আমার কাছে মনে হয় একদিক থেকে ভালই হয়েছে।’ চলতি বিপিএলের সবচেয়ে দামী দেশী ক্রিকেটার সাকিব ৫৫ লাখ টাকায় রংপুর রাইডার্স ছেড়ে ঢাকা ডায়নামাইটসে এসেছেন। দলটিতে দেশী-বিদেশী এক ঝাঁক তারকার সমন্বয়। এ বিষয়ে সাকিব বলেন, ‘আমি যে টিমে খেলি ওই টিমেই তারকা বেশি থাকে। বিষয়টা আমি বুঝি না। আসলে ভাল টিম সেটাই, যারা মাঠে ভাল খেলবে। এটাই আসলে গুরুত্বপূর্ণ।’ আগের আসরে লো-স্কোরিং ম্যাচ হয়েছে। কিন্তু টি২০ রানের খেলা। ব্যাটসম্যানদের দুরন্ত নৈপুণ্য দেখানোর খেলা। এ বিষয়ে সাকিব বলেন, ‘আশা তো করি ভাল উইকেট হবে। প্রথম ম্যাচ সব সময়ই আলাদা একটা গুরুত্ব থাকে। ভাল একটা ফলাফল নিয়ে বের হতে পারলে তখন অনেক আত্মবিশ্বাস চলে আসে।’ সাকিবের দলে বিদেশীদের মধ্যে আছেন দুই শ্রীলঙ্কান ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে ছাড়া বর্তমান সময়ের অন্যতম দুই সেরা টি২০ অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল। কিন্তু এরপরও মুশফিক চাইছেন বরিশাল বুলসকে ভাল শুরু দিতে। অভিজ্ঞ ওপেনার শাহরিয়ার নাফিস আছেন যিনি ঘরোয়া আসরে সাম্প্রতিক সময়ে বেশ ফর্মে আছেন। এছাড়া তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আল-আমিন হোসেন ও আবু হায়দার রনিরা আছেন। গত আসরের রানার্সআপ হিসেবে বরিশাল তাই জিততে উন্মুখ হয়েই মাঠে নামবে। চিটাগং ভাইকিংস প্রতিবারই দারুণ দল গড়ে। কিন্তু সাফল্য আসেনি। বিশেষ করে গত আসরে দুর্দান্ত দল গড়েও সবার নিচে থেকে বিপিএল শেষ করেছে দলটি। কিন্তু অধিনায়ক তামিম এবার দারুণভাবে শুরু করতে চান। দলের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকও জানিয়েছেন জেতার জন্যই খেলবে চিটাগং। তবে প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা। এ বিষয়ে রাজ্জাক বলেন, ‘ওরা গতবারের চ্যাম্পিয়ন ছিল। দলটাও এবার একই রকম নেই। সব দলেই পরিবর্তন হয়েছে। তো এটা নিয়ে চিন্তা করার কোন কারণ নেই। আমাদের প্রস্তুতি ভাল। আমি মনে করি, দেশী-বিদেশী নিয়ে আমাদের দল বেশ ভারাসাম্যপূর্ণ। আমি মনে করি, এই দল নিয়ে ভাল ক্রিকেট খেলা সম্ভব। আমরা জেতার জন্য খেলব।’ টি২০ ক্রিকেটে ব্যাটসম্যান নির্ভর উইকেট হয়ে থাকে। এ ফরমেটে স্পিনারদের জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ থাকবে। এ বিষয়ে রাজ্জাক কলেন, ‘অন্যান্য খেলা যেভাবে খেলি, এবারও সেভাবেই খেলব। আমার কাছে দলের যে চাওয়া সেটা যেন পূরণ করতে পারি। টেস্টের উইকেট আর বিপিএলের উইকেট এক হবে না। তবে আমাদের কন্ডিশনে গত কয়েক বছরে দেখা গেছে পেসার-স্পিনার সবাই ভাল করছে। আশা করা যাচ্ছে, স্পোর্টিং উইকেট হবে, সবাই ভাল খেলবে। আমি, সাকলাইন সজীব, শ্রীলঙ্কার চতুরঙ্গ ডি সিলভা আছে। জুবায়ের হোসেন, শোয়েব মালিক, মোহাম্মদ নবি আছে। পার্থক্য গড়ে দিতে হবে। না হলে ফল তো আমার দলের পক্ষে আসবে না। দল তো সেই আশা করেই আমাদের নিয়েছে। আমাদের করতে হবে-এই আরকি।’ কিন্তু মাশরাফিও চান এ ম্যাচে জয় দিয়েই অভিযান শুরু করতে। আজ আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫তম বছর পূর্তি তার। এদিনই শুরু হচ্ছে চ্যাম্পিয়নশিপ ধরে রাখা এবং অধিনায়ক হিসেবে চতুর্থবার বিপিএল শিরোপা জয়ের অভিযান। নবীন-তরুণদের নিয়ে বেশ সামঞ্জস্যপূর্ণ দল পেয়েছে কুমিল্লা। গত আসরে তরুণদের নিয়েই একটি সাদামাটা দল গড়া ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও মাশরাফি তেমন কিছুই করতে চান শুরুটা ভালভাবে করে। কারণ শুরুটা জয় দিয়ে হলে ছন্দ থাকে ক্রিকেটারদের।
×