ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

র‌্যাঙ্কিংয়ের চূড়ায় মারে

প্রকাশিত: ০৬:৩৮, ৭ নভেম্বর ২০১৬

র‌্যাঙ্কিংয়ের চূড়ায় মারে

স্পোর্টস রিপোর্টার ॥ চোটের কারণে প্যারিস মাস্টার্সের সেমিফাইনালের কোর্টেই নামেননি মিলোস রাওনিক। আর রাওনিক নাম প্রত্যাহার করে নিলে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেন এ্যান্ডি মারে। সার্বিয়ার নোভাক জোকোভিচকে হটিয়ে এবারই প্রথম অবিস্মরণীয় এই কীর্তি গড়েন ২৯ বছর বয়সী মারে। টানা ২২৩ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার পর জোকোভিচের রাজত্বের অবসান ঘটান ব্রিটিশ টেনিসের এই সফল প্রতিনিধি। চলতি বছরটা দুর্দান্ত কেটেছে মারের। দ্বিতীয়বারের মতো উইম্বলডনের শিরোপা নিজের করে নেয়ার পাশাপাশি রিও অলিম্পিকেও স্বর্ণ ধরে রাখেন তিনি। সে কারণেই এটিপি র‌্যাঙ্কিংয়ে খুব দ্রুত ওপরে উঠে আসেন তিনি। নতুন এই মাইলফলক অর্জনের পর দারুণ রোমাঞ্চিত মারে। এ প্রসঙ্গে স্কটিশ তারকা বলেন, ‘আমি মনে করি এটা ক্যারিয়ারের সবচেয়ে সন্তোষজনক অর্জন। আমার চারপাশে যে সকল খেলোয়াড় ছিলেন তারা এতোটাই ভাল ছিল যে এই কৃতিত্ব অর্জন সত্যিই খুব কঠিন ছিল। বিশেষ করে জোকোভিচের কথা না বললেই না। অবশ্য আজকে যা ঘটেছে বা যেভাবে এটা অর্জিত হয়েছে তা দুঃখজনক। আমি কোর্টে এটা অর্জন করতে চেয়েছিলাম। তবে অস্বীকার করার কোন উপায় নেই যে, এর পিছনে অনেক বছরের শ্রম রয়েছে। মনে করিনি বিশ্বের এক নাম্বার স্থানটা কখনও আমার হবে। কখনই কল্পনাও করিনি এটা অর্জনের পরে কি কি ঘটবে।’
×