ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগাম ভোটের শেষ পর্যায়ে দুই প্রার্থীর দৌড়ঝাঁপ

হিলারির লক্ষ্য শ্বেতাঙ্গ ভোট

প্রকাশিত: ০৬:২২, ৭ নভেম্বর ২০১৬

হিলারির লক্ষ্য শ্বেতাঙ্গ ভোট

হিসপানিক বা ল্যাটিনো আমেরিকান ও শ্বেতাঙ্গদের ভোট পাওয়ার জন্য হিলারি ক্লিনটন এখন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে প্রচারাভিযান জোরদার করেছেন। তিনি এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রার্থী হয়েছেন। প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যেন কোনভাবেই হোয়াইট হাউসের নাগাল না পান সে লক্ষ্যে সতর্ক রয়েছেন হিলারি। খবর নিউইয়র্ক টাইমস অনলাইনের। ফ্লোরিডা অঙ্গরাজ্যে ল্যাটিনো সমর্থন নিশ্চিত করার পর হিলারি আশা করছেন সংখ্যাগরিষ্ঠ ল্যাটিনো ভোট তিনি পাবেন। হিলারি শনিবার এখানকার ছোট শহর পেমব্রুক পাইন সফর করেন। এর বেশিরভাগ অধিবাসী হিসপানিক অথবা ক্যারিবীয় অভিবাসী। তিনি সেখানে বলেন, ‘এই সমাবেশে প্রচুর লোক সমাগম হয়েছে, এবার আগাম ভোটে ব্যাপকসংখ্যক ভোটার অংশ নিয়েছেন, যা আগের সব রেকর্ড ভঙ্গ করেছে।’ বৃষ্টির কারণে তিনি বক্তৃতা দীর্র্ঘয়িত করতে পারেননি। এর আগে তিনি মায়ামির লিটল হাইতি নামে পরিচিত ওয়েস্ট মায়ামিতে কিউবান আমেরিকান ভোটারদের সমাবেশে বক্তব্য রাখেন। যদিও হিলারি শ্বেতাঙ্গ প্রধান অঙ্গরাজ্যগুলোতেও ব্যাপক জনসংযোগ করেছেন কিন্তু তিনি এখন উপলব্ধি করেছেন যে, মিশ্র জনবহুল অঙ্গরাজ্যগুলো ভোটের রাজনীতিতে বেশি গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে প্রচারাভিযানের ধারা ও রীতিনীতি যেন বদলে গেছে। জনসংখ্যার বৈশিষ্ট বিচারে অঙ্গরাজ্যগুলোতে ভোটাররা দুই দলের মধ্যে বিভক্ত হয়ে পড়লেও সুবিধাজনক স্থানে আছে ডেমোক্র্যাটরা। ফ্লোরিডা এবং দক্ষিণ ও পশ্চিমের কয়েকটি অঙ্গরাজ্যে তারা এগিয়ে। ১৫টি অঙ্গরাজ্যকে ‘ব্যাটল গ্রাউন্ড’ বলে বিবেচনা করা হয়। ধারণা করা হচ্ছে এই অঙ্গরাজ্যগুলোই ঠিক করে দিতে পারে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। এদিকে হিসপানিক ভোটারদের সমর্থন পেতে পিছিয়ে নেই ট্রাম্পও। তিনি শনিবার ফ্লোরিডার ট্রাম্পায় প্রচারাভিযান চালান। হিসপানিক ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘কিউবানরা আমাকে সমর্থন করেছে। তাদের আমি বিশেষ একটি পুরস্কার দিয়েছি।’ তবে কি পুরস্কার তিনি দিয়েছেন সেটি পরিস্কার করে বলেননি। ট্রাম্প সেখানে আরও বলেন, ‘সাধারণভাবে যা মনে করা হয় হিসপানিক ভোট নির্বাচনে তারচেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ প্রতিপক্ষ হিলারিকেও একহাত দেখে নেয়ার সুযোগ হাতছাড়া করেননি ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে সরকারী ইমেল আদান প্রদানের পুরনো কথা উল্লেখ করে ট্রাম্প এফবিআইয়ের একটি সাম্প্রতিক অনুসন্ধানের বিষয়কে সামনে আনেন। তিনি বলেন, এফবিআই জানতে পেরেছে পররাষ্ট্রমন্ত্রী থাকার সময়ে গোপন সরকারী ইমেলগুলো হিলারির প্রধান কর্মকর্তা হুমা আবেদিন ও তার সাবেক স্বামী এ্যান্টোনি ওয়েনারের দৃষ্টিগোচর হতো। এফবিআই মনে হয় গোপন প্রতিটি সরকারী ইমেলই সম্ভবত ওয়েনার পড়েছেন। ট্রাম্প বলেন, ‘হিলারি আসলে খুবই সন্দেহজনক এক ব্যক্তি’। ফ্লোরিডা ছাড়াও ট্রাম্প এদিন নর্থ ক্যারোলাইনা, কলোরাডো ও নেভাডায় সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন। নেভাডার রেনোতে ট্রাম্পের সমাবেশে গতিবিধি সন্দেহজনক এমন এক ব্যক্তির সন্ধান পাওয়া গেলে কিছুক্ষণের জন্য বক্তৃতা বন্ধ রাখতে হয়। এ সময় মঞ্চ ছেড়ে নেমে যান ট্রাম্প। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বক্তব্য শেষ করেন। সেখানে আসলে কি হয়েছিল তা পরিষ্কার নয়। সিক্রেট সার্ভিসের দুই এজেন্ট ট্রাম্পকে মঞ্চের পেছনে নিয়ে যান। উপস্থিত জনতার ভেতর থেকে ওই ব্যক্তিকে পুলিশ সরিয়ে দেয়। ওই লোক হিলারির প্রচার শিবিরের কেউ হতে পারেন বলে ট্রাম্প পরে মন্তব্য করেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে হিসপানিক ভোটারদের উপস্থিতির হার পাল্টে দিতে পারে নির্বাচনের ফল। ১২ বছর আগে ২০০৪ সালে সর্বশেষ নির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট হিসেবে জর্জ ডব্লিউ বুশ এক-তৃতীয়াংশ হিসপানিক ভোট পান। এদিকে ট্রাম্প ইতোমধ্যেই অভিবাসী বিরোধী হিসেবে নিজের ভাবমূর্তি নিশ্চিত করে ফেলেছেন। যে কারণে হিসপানিক ভোট আকর্ষণ করতে তাকে এখন বেগ পেতে হচ্ছে। আরিজোনা, কলোরাডো, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা ও নেভাডা এই পাঁচ অঙ্গরাজ্যে ল্যাটিনো ও হিসপানিক ভোটারের সংখ্যা প্রায় ৫ কোটি ৭০ লাখ।
×